আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা মাতৃসদনের মেডিকেল অফিসার ডা: আফসারী খানমের বদলী আদেশ বাতিলের দাবিতে সোমবার জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। মানববন্ধন জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। গাইবান্ধা জনস্বাস্থ্য অধিকার আন্দোলন ও সচেতন নাগরিক এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের জেলা সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাগর, অ্যাড. এসএম বেলাল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, নদী ভাঙন কবলিত দরিদ্র পীড়িত গাইবান্ধা জেলার মা ও শিশুদের চিকিৎসার উন্নয়নে ডা: আফসারি খানম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এই মুহুর্তে তাকে এ জেলা থেকে বদলি করা হলে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা ব্যাহত হবে। বিশেষ করে প্রসূতি মায়েরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে।