1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের পুড়া শফিকের মাদকে পুড়ে ছাই যুব সমাজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতায় সাইবার ইউজার দলের মানববন্ধন “চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ কর্মী থেকে বীমা খাতের অনন্য উচ্চতায় কজিম উদ্দিন মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন

চট্টগ্রামের পুড়া শফিকের মাদকে পুড়ে ছাই যুব সমাজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ২২২ বার

নিজস্ব প্রতিবেদক:
তাঁর আসল নাম মোহাম্মদ শফিক। তবে তাঁকে পুড়া শফিক হিসেবে চেনেন অধিকাংশ মানুষ। এক সময় ভব ঘুরে,ছিঁটকে চোর এবং গাঁজা ব্যবসায়ী ছিলেন। গত তিন বছর ধরে ইয়াবা ও মাদক ব্যবসা করে হয়েছেন লাখপতি। তবে তাঁর এ উত্থানকে লুকাতে থাকেন বস্তিতে। চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ভেড়া মার্কেটের নাসির কলোনিতে থেকে হেন অপরাধ নেই তিনি করছে না। ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও নানা মাদকদ্রব্যে বিক্রির আস্তানা বানিয়ে ফেলেছেন ওই কলোনিকে। তাঁর মাদকেই পুড়ে ছাই হচ্ছে যুব সমাজ।
অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রামের পাইকারি ব্যবসা-বাণিজ্যের প্রাণ কেন্দ্র চাক্তাই কয়েক বছর আগেও শান্ত পরিবেশে ব্যবসায়ীক কর্মকাণ্ডে মুখর ছিল। আর এখন সেখানের তরুণরা মাদকে বুঁদ হয়ে থাকে, সন্ধ্যা নামতেই নাসির কলোনিতে বসে মাদক ও জুয়ার আড্ডা। আর মো. শফিক প্রকাশ পুড়া শফিক নিজেই মাদক ও জুয়ার হোতা।
নগরীর বাকলিয়া থানা এলাকার এই স্পটে প্রতিরাতে লাখ টাকার মাদক বেচাকেনা হয়। দীর্ঘদিন ধরে অনেকটা প্রকাশ্যেই চলে আসছে এই অবৈধ ব্যবসা। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকবার অভিযান চালিয়ে কিছু চালান ধরলেও বন্ধ হয়নি এখানকার মাদকের হাট। কিছু দিনের মাথায় আবার মাদক সেবীদের অবাধ আনাগোনা শুরু হয়। দাপটের সঙ্গে চলে মাদক ব্যবসা। স্থানীয় এক প্রভাবশালীর প্রত্যক্ষ মদদে পুড়া শফিকের বাবা রহমান আলী, ফরিদ কলোনির রুবেল প্রকাশ সোর্স রুবেলসহ তাঁর ঘনিষ্ঠরাই মাদক কারবার নিয়ন্ত্রণ করছেন এবং সেই টাকার ভাগ যায় পুলিশ থেকে শুরু করে বিভিন্ন মহলের পকেটে। শফিকের এসব কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ।
বিশেষ করে ওই মাদকের আস্তানা থেকেই বাকলিয়া থানার চর চাক্তাই, তক্তারপুল, ভাইল বেপারীর গলি, রাহাত্তারপুল, মাস্টারপুল, বালুরমাঠ, বৈদ্যারটেক, রাজাখালী, তুলাতলী পয়েন্ট ও বাস্তুুহারা কলোনিতে যাচ্ছে মাদক।
নাম প্রকাশ না করা শর্তে নাসির কলোনির এক বয়োবৃদ্ধ নারী বলেন, ‘পুড়া শফিকের লোকজন নির্বিঘেœ মাদক ও জুয়ার কারবার চালিয়ে যাচ্ছে প্রশাসনের শীতিল অভিযানের কারণে। একসময় এই এলাকার তরুণরা খেলাধুলা আর ব্যবসা-বাণিজ্যেগুলোতে কাজ করতো। এখন মাদকে বুঁদ হয়ে থাকে তারা।’
এ বিষয়ে মোহাম্মদ শফিক প্রকাশ পুড়া শফিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, নাসির কলোনিতে মাদক ব্যবসা চলে, তবে তিনি জড়িত নন। তিনি বলেন, আমি ভাসমান শুঁটকি ব্যবসা করে অনেক কষ্টে জীবন-যাপন করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net