মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
চট্টগ্রামে কতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কোতোয়ালী থানা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিয় সম্পন্ন হয়েছে। ২১ সেপ্টেম্বর শুক্রবার রাত্রে নগরীর ফিরিঙ্গি বাজারস্থ জাকির হোসেনের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কতোয়ালী থানা তাঁতীদলের নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে জাকির হোসেন বলেন, আওয়ামী হায়েনার বন্ধীদশা হতে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে গণ আন্দোলনের বিকল্প নেই। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা হায়েনার অত্যাচারে জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিনত হয়েছে। মনে রাখতে হবে রাতের গভীরতা যত বৃদ্ধি পায় সকাল তত সন্বিকটে আসে। হায়েনার কবল হতে দেশ এবং জাতিকে মুক্ত করতে সামনে চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। আশা করি তাঁতীদলের নেতৃবৃন্দরা দলের সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন,
মনিরুজ্জামান টিটু, মনিরুজ্জামান মুরাদ, রমজান আলী মুরাদ, এসএম জামাল উদ্দিন, এসএম জাফর আহমদ, রমিজ উদ্দিন, আবদুল ওহাব, মো. তারেক ও মো. সোহেল প্রমূখ।