ইব্রাহীম পেয়ারু, চট্টগ্রাম :
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট এর পক্ষ হতে গতকাল ফৌজুল উলুম এতিম খানা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় , সেই সাথে বৃক্ষ রোপণ ও মাকস বিতরণ করা হয়, উক্ত অনুস্টান ক্লাবের চাটার প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক কো চেয়ারপার্সন লায়ন মোঃ অাশিকুল অালম এর সভাপতিত্তে ও সেক্রেটারি লায়ন নাজিমুদ্দিন এর সঞ্চালনায় অনুস্টিত হয়। উক্ত অনুস্টানে অারো উপস্থিত ছিলেন ডিস্টিক সেক্রেটারি মশিউল হক মাহি, ভাইস প্রেসিডেন্ট লায়ন বায়োজিদ বিন সাবের, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহজাহান, ভাইস প্রেসিডেন্ট লানয় অানোয়ারুল ইসলাম চৌধুরী, ট্রেজারার লায়ন মউন উদ্দিন, ডাইরেক্টর নুরুল হুদা, জয়েন্ট সেক্রেটারি এ কে এম মউনউদ্দিন, লায়ন অাকিব মোঃ অাসিফুল অালম, মুরাদ প্রমুখ।