নিজস্ব প্রতিবেদক
রাজস্বখাতে নিয়োগের দাবিতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্টদের অনশনের কারণে হাসপাতালে ভর্তি রোগীদের ভোগান্তি দিনে দিনে বাড়ছে। একই সাথে হাসপাতালের ল্যাব সকল সেবা না দেয়ায় রোগীদের বাহিরে পরীক্ষা-নীরিক্ষা করতেও গুনতে হচ্ছে বাড়তি অর্থ। তবুও প্রশাসন কিংবা সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসছে না। এতে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।
অনশনকারী মেডিকেল টেকনোলজিষ্ট মিজানুর রহমান বলেন, মানবিক বিবেচনায় আমরা কেবল আইসিইউতে ভর্তি রোগীদের সেবা দিচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি ও অনশন চলবে।
তিনি আরও বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে শুরু করে অষ্টম দিনের মত আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর কিংবা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনপ্রকার উদ্যোগ দেখছি না। অথচ চলতি সংসদের অষ্টম অধিবেশনে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে আমরা নিয়োগ পাওয়ার অধিকার রাখি। কিন্ত প্রথম ধাপে ১৪৫ ও দ্বিতীয় ধাপে ৫৭ জনকে নিয়োগ দেয়া হলেও আমাদের শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কর্মরত ১৩ জন মেডিকেল টেকনোলজিষ্টের কেউ নিয়োগ পাননি।
উল্লেখ্য, রাষ্ট্রপতির বিশেষ প্রমার্জনায় এবং প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে সরকারের রাজস্বখাতে মেডিকেল টেকনোলজিষ্টদের গত ১ ও ২ সেপ্টেম্বর ২০২ জনের ভাইভা নিয়ে নিয়োগ দেয়া হয়।
এদিকে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক অধ্যাপক ডা. গোলাম কিবরিয়া কর্মরত মেডিকেল টেকনোলজিষ্টদের অনশনের কারণে হাসপাতালের চিকিৎসা সেবা ভেঙ্গে পড়া ও ল্যাবরেটরীর কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ থাকার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন। বিষয়টি সমাধানে আলোচনার জন্য গত রবিবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সাথে আলোচনা করার কথাও উল্লেখ করেছিলেন। সেঅনুযায়ী গতকাল এসআরজিআইএইচ এর সহকারী পরিচালক অধ্যাপক ডা. গোলাম কিবরিয়ার নেতৃত্বে হাসপাতালের ল্যাব ডিপার্টমেন্টের প্রধান ডা. ইনা রহিম সহ একটি প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সাথে আলোচনা করতে গিয়েছিলেন। তবে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে বা হয়নি তা জানা যায়নি।
টেকনোলজিষ্ট শারমিন সিদ্দিকী নুপুর আবেগাপ্লুত হয়ে বলেন, করোনা মহামারী চিকিৎসার জন্য বাংলাদেশে একমাত্র প্রথম ডেডিকেটেড হাসপাতাল হিসেবে শেখ রাসেল গ্যাস্ট্রেলিভার ইনিস্টিটিউটকে ঘোষণা করে সরকার। আর সেই হাসপাতালেই যারা জীবনের মায়া ত্যাগ করে সাপ্তাহিক কিংবা আইসোলেশন ছুটি বাদ দিয়ে সপ্তাহে সাতদিন কর্মস্থলে থেকে সেবা দিয়ে যাচ্ছে তারাই আজ নিয়োগ বঞ্চিত। চিকিৎসাসেবা পরিচালনা করতে গিয়ে মেডিকেল টেকনোলজিষ্টদের দু’জনসহ তাদের পরিবারের ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।