1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাঙনে ভাঙনে নাস্তানাবুদ বিএনপি তৃণমূলে সাহস সঞ্চয়ের আঁধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস তিতাসে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে ইটভাটায় নারী শ্রমিকের আত্মহত্যা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাঁওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা কুবি শিক্ষককে ঘুষি মারলেন প্রক্টর; অপসারণ চেয়ে প্ল্যাকার্ড হাতে একক অবস্থান চন্দনাইশে মোবাইল কোটের অভিযানে স্কেভেটর-পিকআপ জব্দ চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তদন্ত কমিটির সদস্যের প্রতি কুবি শিক্ষক সমিতির আপত্তি সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মা

ভাঙনে ভাঙনে নাস্তানাবুদ বিএনপি তৃণমূলে সাহস সঞ্চয়ের আঁধার

ভাঙনে ভাঙনে নাস্তানাবুদ বিএনপি তৃণমূলে সাহস সঞ্চয়ের আঁধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৫ বার

একবার নয় দুইবার নয় কমপক্ষে ছয় ছয়বার ভাঙনের শিকার হয়েছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রতিষ্ঠার ৪২ বছর পার করে আজ ৪৩ বছরে পা দিয়েছে দলটি। এই দীর্ঘ সময়ে দলের ভিতরে ঘাপটি মেরে থাকা ব্যক্তিদের দ্বারাই নানা ষড়যন্ত্র আর চক্রান্তের মুখোমুখি হতে হয়েছে বিএনপিকে। কখনো মনে হয়েছে এইবার বুঝি আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। রাজনীতির চোরাবালিতে ডুবে যাবে জিয়াউর রহমানের হাতে গড়া দলটি। হয়ত মুসলিম লীগ বা স্বাধীনতা উত্তর আলোচিত জাসদের মতো বহুধাবিভক্ত হয়ে জাদুঘরে স্থান করে নেবে দলটির নাম। কিন্তু না। বার বার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। শুধু তাই নয় সবচেয়ে বড় সংকট কাটিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বার বার।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু করেন। দুই ঘণ্টাব্যাপী এক সংবাদ সম্মেলনে তিনি দলের ঘোষণাপত্র ছাড়াও নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জনসহ ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। বিএনপি গঠন করার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে আরেকটি দল তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সভাপতি করে গঠিত হয়েছিল। ২৮ আগস্ট ১৯৭৮ সালে নতুন দল গঠন করার লক্ষ্যে জাগদলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে দলের এবং এর অঙ্গ সংগঠনের সকল সদস্য জিয়াউর রহমান ঘোষিত নতুন দলে যোগদানের সিদ্ধান্ত গ্রহন করেন। সেই যাত্রারথ বার বার হোচট খেলেও এগিয়ে চলছে। দলের নেতাদের মাঝে অনৈক্য, মতবিরোধ ও চক্রান্তকারীদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে গিয়ে দলকে ভেঙেছে। তবে দলের তৃণমূল নেতা- কর্মীদের ঐক্যের কারণে বিভিন্ন সময়ে সেই সব চক্রান্ত ধোপে টেকেনি।
১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে প্রথম সংকটে পড়ে বিএনপি। এরপর বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের আহ্ববানে দলের ঐক্যের প্রতীক হিসেবে ১৯৮২ সালের ৩ জানুয়ারি
বিএনপিতে যোগ দেন গৃহবধূ বেগম খালেদা জিয়া।

১৯৮২ সালের ২৪ মার্চ লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। বেগম জিয়া এর বিরোধিতা করেন। ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন।১৯৮৩ সালের ১ এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ১০ মে পার্টির চেয়ারপার্সন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর মাঝেই চলে এরশাদ বিরোধী আন্দোলন। গণতন্ত্র ফিরিয়ে আনার দীর্ঘ আন্দোলন- সংগ্রামে আপোষহীন নেতৃত্ব হিসেবে জাতির সামনে তুলে ধরেন নিজেকে। বিচারপতি আব্দুস সাত্তার দলের দায়িত্বপ্রাপ্ত থাকার সময় তৎকালীন দলের অন্যতম নেতা শাহ আজিজুর রহমান প্রথম ভাঙন আনেন দলে। রাজধানীর শ্যামলী সিনেমা হলে একটি কাউন্সিলের আয়োজনে করেছিলেন তিনি। এরপর হুদা- মতিন (শামসুল হুদা চৌধুরী ও ডা.আবদুল মতিন) আরো একবার দল ভেঙ্গে চলে যেতে একটি কাউন্সিলের আয়োজন করেছিলেন। কিন্তু হালে পানি পাননি হুদা-মতিনরা। কয়েকজনকে নিয়ে আলাদা হয়ে যান। এক এরশাদের ক্যাবিনেটে যোগ দেন তারা। এরপর আরো একটি ছোট-খাটো ভাঙনের চেষ্টা করেছিলেন মাঝে তৎকালীন মহাসচিব কে এম ওবায়দুর রহমানও। কিন্তু ষড়যন্ত্র আঁচ করতে পেরে দলের চেয়ারপারসন খালেদা জিয়া মহাসচিবকেই দল থেকে বহিষ্কার করে দেন। যদিও পরে এক সময় নিজের ভুল স্বীকার করে তিনি ফেরত এসেছিলেন দলে। দেশের বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেছেন, সেভাবে এটি রাজনৈতিক দল ছিল না বিএনপি , যেভাবে রাজনৈতিক দল তৈরি হয় আমাদের দেশে। বিএনপির রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠা এরশাদ বিরোধী আন্দোলনের সময় খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে আমরা যে বিএনপি দেখি, যদিও সেটার আইকন জিয়াউর রহমান কিন্তু দলটাকে এ পর্যায়ে এনেছেন খালেদা জিয়া।

২০০১ সালে নির্বাচনের পর বিএনপির প্রথম মহাসচিব অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর শুরু হয় দ্বিতীয় দফা ষড়যন্ত্রের প্রথম ধাপ। তিনি বিএনপির একটি অংশ নিয়ে নতুন রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশ গঠন করেন। ২০০৬ সালে অষ্টম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবার ঠিক আগের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্ণেল (অব:) ড: অলি আহমেদ বীর বিক্রম বিএনপি সরকারের কতিপয় নেতা-কর্মী, মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বিএনপি ছেড়ে দেন। আর তার অব্যবহিত পরেই দল থেকে বহিষ্কৃত মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার নেতৃত্বে শুরু হয় বিএনপির সংস্কার কার্যক্রম। দলটির বিরুদ্ধে সবচেয়ে বড় ও শক্তিশালী চক্রান্তটি শুরু হয় মান্নান ভূইয়ার নেতৃত্বই। এ সময় তার সাথে জড়ো হতে থাকে দলের নানা স্তরের নেতারা। পাশাপাশি নেতা-কর্মী ও সমর্থকরা সরে আসতে থাকে তাদের কাছ থেকে। তৎকালীন সরকারের আনুকূল্য নিয়ে নানা কসরত করে এই সংস্কারপন্থীরা। শেষ পর্যন্ত বিএনপি, খালেদা জিয়া ও জিয়া পরিবারের প্রতি তৃণমূলের নেতাদের অকুন্ঠ সমর্থন এই ষড়যন্ত্র রুখে দেয়। ষড়যন্ত্র-চক্রান্তের কবলে পড়ে বার বার হোচট খাওয়া বিএনপি উঠে দাঁড়াতে পেরেছে শুধুমাত্র তৃণমূল পর্যায়ের নেতা ও সমর্থকদের ভালবাসায়। বিশিষ্ট রাজনৈতিক গবেষক সৈয়দ আবুল মকসুদ ২০১৬ সালের ১৬ জানুয়ারী দৈনিক প্রথম আলোর এক নিবন্ধে লিখেছেন, ‘ একটি জিনিস চক্রান্তকারীরা খেয়াল করছেন না যে নেতাদের ধ্বংস করা যায়, কিন্তু সমর্থকদের ধ্বংস করা সম্ভব নয়।’ একথা অক্ষরে অক্ষরে প্রতীয়মান হয়েছে বিএনপির বেলায়। দল ভাঙতে গিয়ে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থাকার পরও অসংখ্য নেতা হারিয়ে গেছেন বিস্তৃতির অতলে। এখনো সংকটের মাঝেই সীমাবদ্ধ দলটির পথচলা। শাসক গোষ্ঠীর অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা, গুম-খুন ও হয়রানীর কারণে দলটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম