1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে জোরপুর্বক বাল্য বিয়ে না করায়-ছেলের পরিবারকে নির্যাতন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

খুটাখালীতে জোরপুর্বক বাল্য বিয়ে না করায়-ছেলের পরিবারকে নির্যাতন

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৭ বার

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মসজিদ পাড়া গ্রামে বাল্য বিয়ে না করায় ছেলের পরিবারের লোকজনকে মারধর ও নির্যাতন করে জোর পুর্বক বাল্য বিয়ে দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

গত ১৭ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় বর্নিত ইউনিয়নের মসজিদপাড়া গ্রামের ছৈয়দ হোছনের পুত্র দিন মজুর আক্তার হোছনের পরিবারে ঘটে এ ঘটনা।

এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর শনিবার চকরিয়া থানায় ৩ জনকে বিবাদী করে সাধারন ডায়রী করেছেন ভুক্তভোগী আক্তার হোছন। যার জিডি নং ৭৯৫/২০।

এতে অভিযুক্ত করা হয়েছে ইউনিয়নের ২ নং ওয়ার্ড নতুন বাজার গ্রামের মৃত ইয়াছিনের পুত্র ওমর আলী(৪৫), ৩ নং ওয়ার্ড ছারিঘোনা গ্রামের মৃত আলী আহমদের পুত্র নুরুল ইসলাম পেঠান (৩৫) ও কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা এলাকার মোহাম্মদ আবদুল্লাহর বিবাহিত কন্যা শাবনুর বেগম(৩৫)।

এ ঘটনায় এলাকায় মৃদু উত্তেজনা ও চাঞ্চল্যকর সৃষ্ট হয়েছে।

থানায় লিখিত জিডি সুত্রে জানা যায়, খুটাখালী ইউনিয়নের মসজিদপাড়া গ্রামের আক্তার হোসেনের পুত্র রাজমিস্ত্রির জুয়ালি তৌহিদুল ইসলামকে (১৬) জোরপুর্বক একই এলাকার মেধাকচ্ছপিয়া গ্রামের আবদুল জব্বারের পুত্র আনোয়ার হোসেন প্রকাশ বাদশার স্ত্রী শাবনুরকে(৩৫) জোরপুর্বক বিয়ে দেয়ার নানা ফন্দি করে আসছিল অভিযুক্তরা।

অভিযুক্ত ওমর আলী ও পেঠান বিগত ৪ মাস ধরে শাবনুরকে নানা প্রলোভন দিয়ে বাদসার সংসার ছাড়িয়ে নিতে চাপ দেন।

একপর্যায়ে তৌহিদকে বিয়ে করতে হবে বলে আক্তার হোসনের পরিবারকে চাপ প্রয়োগ করেন।
বিষয়টি আক্তার হোসেন এড়িয়ে যেতে চাইলে ওমর আলী ও পেঠান মধ্যস্থতার কথা বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন।

টাকা দিতে অস্বিকৃতি জানালে গত ১৭ সেপ্টেম্বর সকালে অভিযুক্তরা শাবনুরকে জোরপুর্বক আক্তার হোসেনর ঘরে ডুকিয়ে দেন।
এসময় তাদের পরিবারের লোকজন বাঁধা দিলে ওমর আলী ও পেঠান সাঙ্গপাঙ্গ নিয়ে আক্তার হোসেনকে মারধর করে পরনে কাপড় ছিড়ে ফেলে।
তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা তাকেসহ তার পুত্রদের জানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর থেকে আক্তার হোসেনের পরিবার চরম নিরাপত্তাহীন রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী আক্তার হোসেন বলেন, ওমর আলী, পেঠান দলবল নিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে মারধর করে ছেলে তৌহিদুল ইসলামকে জোরপুর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করে।

অথচ আনোয়ার হোসেন ও তৌহিদুল ইসলাম সম্পর্কে তারা আপন খালাত ভাই। সে হিসাবে আনোয়ারের স্ত্রী শাবনুর তৌহিদের বড় ভাবী।
এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে অভিযুক্তরা নানা পায়তারা করছে।
এমনকি দুদফে আমার ছেলের বিরুদ্ধে চকরিয়া থানায় অভিযোগ করেন আনোয়ার ও তার স্ত্রী শাবনুর বেগম। যা তৎকালীন তদন্তে কোন প্রমান মেলেনি।

তার অভিযোগ, আমার অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে ফাঁসানোর জন্য ওমর আলী, পেঠান গং শাবনুরের পিতার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে জোরপুর্বক তৌহিদুল ইসলামের কাছ থেকে তিনশ টাকার স্ট্যাম্প আদায় করেন।

স্ট্যাম্পে সামাজিক নিকাহনামাহ সম্পাদন করে গত ১৫ আগষ্ট ৬ লক্ষ টাকা কাবিননামা মুলে উভয়পক্ষের কথিত স্বাক্ষী আরমান ও পারভিন দস্তখত করেন।
অথচ এ ঘটনার সাথে আমার ছেলের কোন সম্পৃক্ততা নেই।

এমনকি বাল্য বিয়ে পাকাপোক্ত করতে অভিযুক্ত ওমর আলী, পেঠান গং গত ১৭ সেপ্টেম্বর আনোয়ার হোসেন ও তার স্ত্রী শাবনুর বেগমের কাবিননামা ভেঙ্গে ফেলেন।
এসব কাগজপত্রে শাবনুর বেগমের স্থলে লেখা রয়েছে ফারজানা আক্তার। যা প্রতারনার শামিল।

তিনি সংঘটিত ঘটনার সুষ্ট তদন্ত পুর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ তার অার্থিক ক্ষতিপুরন দাবী করেন।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জটিল হওয়ায় উভয়পক্ষকে লিখিত বিচার দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এ বিষয়ে মুঠোফেনে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, লিখিত জিডি পেয়েছি। ছেলের বাবার লিখিত জিডির বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসী বলেন, বাল্য বিয়ে সরকারী ভাবে নিষিদ্ধ। অথচ ওমর আলী, পেঠান গং সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্য দিবালোকে আইন অমান্য করে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা ও ছেলের পরিবারের উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net