সফিকুল ইসলাম রিপন,নরসিংদী :
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ গ্রহণ করার হয় দীর্ঘদিন আগে থেকেই। এখনো কাজ চলমান রয়েছে। সম্পন্ন না হলেও কাজ চলছে দ্রুত গতিতে। শীঘ্রই সম্পন্ন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্ব বৃহৎ ‘বঙ্গবন্ধুর তর্জনী ভাস্কর্য’। বেদীর চারপাশে পাশে থাকছে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের ধারণকৃত ম্যুরাল। প্রায় ৪১ ফুটের এই তর্জনী ভাস্কর্যের চারপাশে আরো থাকছে রং বেরং এর অত্যাধুনিক লাইটিং, টাইলস মার্বেল পাথরের কারুকাজ।
এই বিশাল বঙ্গবন্ধুর তর্জনী এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও দৃশ্যমান হয়নি বলে জানা গেছে। ইতিমধ্যেই তর্জনীটি এনে বসানো হয়েছে এবং চারপাশের কাজ চলছে দ্রুত গতিতে। তর্জনীটি বসানোর পর থেকেই প্রতিদিন শতশত লোক ভিড় জমাচ্ছে ঐতিহাসিক বঙ্গবন্ধুর তর্জনীটি দেখার জন্য,। ধারণা করা হচ্ছে এই কাজটি সম্পন্ন হওয়ার পর উদ্বোধনের দিন এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল মানুষ আসবে এই বিশাল আকারের বঙ্গবন্ধুর তর্জনীটি দেখার জন্য।
এই বিষয়ে ভাস্কর্যটি নির্মাণের উদ্যোক্তা নরসিংদী পৌরসভার মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল বলেন, ‘বাঙালির প্রতি বঙ্গবন্ধুর ছিল অবিচল আস্থা, অগাধ বিশ্বাস আর ভালোবাসা। এ জন্যই তিনি শোষণ, বঞ্চনা ও পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির স্বাদ এনে দিতে পেরেছেন। তাঁর আঙুলের ইশারায় পুরো জাতিকে এক করে, তাঁর বজ্রকণ্ঠের ঘোষণায় ছিনিয়ে এনেছিলেন বাংলার স্বাধীনতা। এরপর শুরু করলেন তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ। তাঁর দৃঢ় নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে অতি অল্প সময়ে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছিল। জাতির পিতার আদর্শ, দর্শন ও কর্মচিন্তা আমাদের চলার পাথেয়। বঙ্গবন্ধুর স্বপ্নই সুখী-সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি।জাতির পিতার সেই তর্জনী আজও আমাদের শক্তি জোগায়, মনে সাহসের সঞ্চার করে। জাতির পিতার সম্মানার্থে এবং নরসিংদীর নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়াসেই, ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।
আশা করি বাঙ্গালী জাতির জন্য এ শিল্পকর্মটি একটি মাইলফলক হয়ে থাকবে। এখনো ভাস্কর্যের কাজ পুরোপুরি শেষ হয়নি, আশা করছি অতি শীঘ্রই সম্পন্ন হবে।
এসময় ভাস্কর্য নির্মানের শিল্পী, সাবেক ছাত্রলীগ নেতা ভাস্কর অলি মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু মানেই শক্তি, উৎসাহ আর প্রেরণা। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাঁর অসাধারণ বাগ্মিতা, মানবিকতা, মানুষের প্রতি সহমর্মিতার গুণেই তিনি চির অমলিন। তাঁর ৭ই মার্চের ভাষণ আমাদের শিহরিত করে, অনুপ্রাণিত করে। তাঁর উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও শোষণহীন সমাজ গড়ার প্রত্যয়, আমাদের উজ্জীবিত করে। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বজ্রকণ্ঠে স্বাধীনতার যে ইশারা দিয়েছিলেন সেই বিষয়টি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াসে ৪১ ফুট উচু শিল্পকর্মটির মূল বেদীতে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের গুরত্বপূর্ণ অংশ স্হান পাবে।মূল ভাস্কর্যটি বঙ্গবন্ধুর তেজদৃপ্ত তর্জনীর প্রকাশ পেয়েছে। একটি তর্জনী, একটি নির্দেশ, একটি যুদ্ধ, একটি জাতির মুক্তি।
এই তর্জনী নতুন প্রজন্মের নিকট আর একটি নতুন স্নপ। আজ থেকে ১১ মাস আগে কাজ শুরু করেছিলাম। এখনো সৌন্দর্য বর্ধনের কাজ পুরোটাই বাকি আছে। একজন শিল্পী হিসেবে পৌরমেয়র কামরুল ভাইকে ধন্যবাদ জানাই, এ মহতি উদ্যোগটি নেয়ার জন্য। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই পুরো কাজ শেষ করে নরসিংদীবাসীকে উপহার দিতে পারবো।
প্রসঙ্গত, নরসিংদী পৌরসভার আওতায় সাহেপ্রতাপ বাসস্ট্যান্ডে নির্মিত এই ভাস্কর্যটি নির্মাণ করছে নরসিংদী পৌরসভা। তবে এর মূল পরিকল্পনা করেন পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। জানা যায় তিনি দলীয় বিভিন্ন আলাপ আলোচনার তার এই স্বপ্নের কথা, তার নেতাকর্মীদের জানিয়েছেন অনেক আগেই। পৌরসভার কর্মরত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ কামরুল স্যার বহু আগেই তার এই স্বপ্নের কথা আমাদেরকে বলেছিলেন। তবে কোথায় করা যায়, তা নিয়েও দুশ্চিন্তায় ছিলেন। পরবর্তী ঠিক করেন শহরের প্রবেশের পথে সাহেপ্রতাপ মোডড়েই হবে বঙ্গবন্ধুর তর্জনী ভাস্কর্য। তারপরও তিনি শেষ পর্যন্ত সফল হতে পারবেন কিনা, তা নিয়ে দুশ্চিন্তা করতেন। তবে আজ তার স্বপ্ন, বাস্তবে রূপ নেয়ার দ্বায়প্রান্তে। তাই উনি প্রতিদিনই নির্মাণ কাজ দেখতে চলে আসেন।