1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে বাঁধ দিয়ে ড্রেজার মেশিনের পাইপ বসিয়ে যান চলাচলে বাঁধা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না- ড. মুহাম্মদ রেজাউল করিম পাটগ্রাম থানায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: চাঁদাবাজি, হামলা, বহিষ্কার ও গ্রেপ্তার—উত্তপ্ত লালমনিরহাট সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে: ডা. শফিকুর রহমান

ঈদগাঁহতে বাঁধ দিয়ে ড্রেজার মেশিনের পাইপ বসিয়ে যান চলাচলে বাঁধা

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১৬২ বার

কক্সবাজার সদরের ঈদগাঁহ বাজারের প্রধান ডিসি সড়ক দখল করে বালি উত্তোলনের পাইপ বসিয়েছে একটি বালুখেকো চক্র।

২৭ অক্টোবর ভোররাতে এই পাইপ বসানো হয়েছে বলে জানা গেছে।

এসব অবৈধ বালু উত্তোলনের পাইপ বসানোর ফলে ব্যস্ততম সড়কের বাড়ছে যানবাহন চলাচলে দীর্ঘ যানজট।

অপরদিকে পথচারীদের চরম দুর্ভোগ হচ্ছে বলে জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, ঈদগাঁহ বাসষ্টেশন-বাজার সংযোগ সড়কের পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্র গেইট সংলগ্ন স্থানে প্রধান সড়কের উপর প্রায় দুই ফিট প্রস্থের আড়াআড়ি বাঁধ দিয়ে ভিতরে লোহার পাইপ স্থাপন করা হয়েছে।

আবার পাইপের উপরস্থ বাঁধের উভয় পাশে কংক্রিট ও সিমেন্ট দিয়ে ঢালাই করে পাইপটিকে স্থায়ী রূপ দেয়া হয়েছে৷

প্রধান সড়ক সংলগ্ন ঈদগাঁহ নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের জন্যই এই পাইপ বসানো হয়েছে বলে জানিয়েছেন অনেকেই।

সরেজমিন আরো দেখা যায়, মেইন রোড দখল করে স্থাপিত উক্ত বাঁধের পূর্বপাশে ১০ গজের মধ্যেই আরো দুটি বাঁধ রয়েছে। ১০ / ১২ গজের মধ্যেই এভাবে পরপর তিনটি বাঁধের ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় বাজারে যানজট ক্রমশঃ বাড়ছে।

মঙ্গলবার সাপ্তাহিক হাঁটের দিন হওয়ায় উক্ত স্হানে দীর্ঘ যানজট সৃষ্টি হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঈদগাঁহ হাইস্কুল গেইটের পূর্বপাশ থেকে বাসষ্টেশন পর্যন্ত প্রধান সড়কের মাত্র কয়েক গজের মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে ঈদগাঁহ নদীর মূলস্রোতধারা। ড্রেজার মেশিন বসিয়ে এখান থেকে এ ভাবে বালু উত্তোলন করা হলে বর্ষা মৌসুমে প্রধান সড়ক নদীগর্ভে বিলীন হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা করেছেন সচেতন মহল।

এ ছাড়াও সরকারী বেসরকারী বিভিন্ন স্হাপনা ভাঙ্গনের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন বাজারবাসী।

প্রধান সড়ক দখল করে স্হাপিত বালি উত্তোলনের পাইপ উচ্ছেদ ও এতে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন বৃহত্তর ঈদগাঁহর বিশিষ্টজনরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net