1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে এলাকায় লিফলেট-পোস্টার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে বিষধর সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে টাকা ছাড়া দুর্গোৎসবে ডিউটি মেলে না আনসার সদস্যদের ! সকল দুস্কৃতিকারিদের ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র  শক্ত হাতে দমন করার আহ্বান — গণঅধিকার পার্টি (পিআরপি) অসুস্থ্য সাবেক এমপি দবিরুল ইসলাম কে দিনাজপুরে কারাগার থেকে নেওয়া হলো ঢাকা পিজি হাসপাতালে মন খুলে বর্তমান সরকারের সমালোচনা করুন’ : কক্সবাজারে প্রেস সচিব সুচিস্মিতা তিথি মাগুরায় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক প্রবারণা পুর্নিমা উপলক্ষে পশ্চিম গহিরায়ভালবাসার উপহার বিতরণ লাকসামে বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা হোমনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এপিএস মতিন খান ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল প্রেসক্লাব নির্বাচন– সভাপতি সফিকুল- সাধারণ সম্পাদক হুমায়ূন ,

কিশোরগঞ্জে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে এলাকায় লিফলেট-পোস্টার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ১৭৪ বার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আইয়ুব আলী (৫৫) হত্যা মামলায় এজাহারনামীয় তিন আসামি মোমিন, হাবিব ও মনির হোসেন পুলিশ রিমান্ডে।

আদালতের আদেশে তাদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) তাদের রিমান্ড শেষ হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিঠামইন থানার এসআই মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শেষে আসামিদের আদালতে পাঠানো হবে।

এসআই মাহবুব আলম আরো জানান, আইয়ুব আলী হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে মিঠামইন থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আসামি মোমিন, হাবিব ও মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ১৫ জুন সকালে পূর্ব শত্রুতার জের ধরে মিঠামইন বাজারের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের রাস্তায় সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রভাবশালী গণি মেম্বার গংরা আইয়ুব আলী গংদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

ঘামলায় আইয়ুব আলী গুরুতর আহত হলে তাকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে ৩ মাস ২০ দিন পর আইয়ুব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হামলার পর মিঠামইন থানায় আইয়ুব আলীর ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তিতে আইয়ুব আলী মারা যাওয়ার পর মামলায় খুনের ধারা যুক্ত হয়।

বাদী আমিনুল ইসলাম জানান, তার পিতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে সমস্ত এলাকায় পোস্টার লাগিয়েছেন এবং লিফলেট বিতরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম