রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
জাতীয় গনতান্ত্রিক পাির্ট জাগপার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের সহর্ধিমীনি জাগপার সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপিকা রেহেনা প্রধানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর বুধবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাগপা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপা‘র কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার আল রাশেদ প্রধান।
জেলা জাগপা সভাপতি এ্যাড আলহাজ্ব নুরুন নবীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দিনাজপুর জেলা জাগপা আয়োজিত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো: মাহবুব আলম ননী,যুগ্ম সা: সম্পাদক শেখ জামাল উদ্দীন,যুব জাগপার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুগ্ম সম্পাদক ইনসান আলম আক্কাস,দিনাজপুর জেলা জাগপার সহ সভাপতিা ইশতিয়াকুল আলম,সা: সম্পাদক শাহাজান খোকন,সাংগঠনিক সম্পাদক অরুন মহন্ত,সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন খোকন,পঞ্চগড় জেলা জাগপার যুগ্ম সা: সম্পাদক শাহারিয়া বিপ্লব। স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপি ও মুক্তিযোদ্ধা লের সহ সভাপতি কামরুজ্জামান,জেলা বিএনপি সস্য মঞ্জুরুল আলম,জাগপা মহিলা বিষয়ক সম্পাদিকা রেনু বেগম,জাগপা ছাত্রলীগ মো: আলামিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাগপা‘র কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার আল রাশেদ প্রধান বলেন,স্বাধীনতার ৪৯ বছর পরেও আমাদের ভাত,ভোট ও গনতন্ত্রকে ফিরিয়ে আনতে এখনো সংগ্রাম করতে হ”েছ।
তিনি বলেন,স্বৈরশাসকের ভুমিকায় গনতন্ত্রকে হত্যাকারিনী শেখ হাসিনার পেটোয়া বাহিনীর নির্মম নির্যাতন নিপিড়ন ও অত্যাচারে দেশের সাধারন জনগন আজ অতিষ্ঠ। বিরোধীদলের নেতাকর্মীদের দমনপিড়নের মাধ্যমে সরকার ক্ষমতা চির¯’ায়ী করতে চায়।
জাতীয় গনতান্ত্রিক পাির্ট জাগপার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নেতা শফিউল আলম প্রধানের সহর্ধিমীনি ও জাগপার সাবেক সভাপতি প্রয়াত নেতা অধ্যাপিকা রেহেনা প্রধানের স্মরন সভায় সংগঠনের নেতাকর্মীরা বিগত দিনে তার বিভিন্ন আন্দোলন সংগ্রামের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় জাগপা‘র সহ সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর জেলা জাগপার যুগ্ম সা: সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপমের পরিচালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে মোনাজাত করেন মাওলানা সুলতান মাহমুদ।