খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মূলক সমন্বিত প্রকল্প (ক্রেন) এর সাথে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্রেন প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. একে এম হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমডি মোজাফফর হোসেন, ক্রেন প্রকল্পের দাতা সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের নিউট্রিশন কো-অর্ডিনেটর হোসনেয়ারা বেগম, এ্যাডভোকেসি স্পেশালিস্ট রুমানা শারমিন, জেজেএসের প্রকল্প সমন্বয়কারী মোঃ মামুন অর রশীদ, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসাইন মুন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশের মানুষের খাবারের অভাব না থাকলেও পুষ্টির যথেষ্ট অভাব রয়েছে। হত দরিদ্র ও নি¤œ মধ্যবিত্ত সকল মানুষের মান সম্মত পুষ্টি নিশ্চিত করতে হবে। পুষ্টি সম্মৃদ্ধ খাবারের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। দেশের সকলের পুষ্টি নিশ্চিত করতে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশে অর্থায়নে রুপান্তর ও জেজেএস ক্রেন প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় বাগেরহাটের মোংলা, শরণখোলা, মোল্লাহাট ও কচুয়া উপজেলার মানুষের পুষ্টি উন্নয়নের জন্য কাজ করবে। এ বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালের ডিসেম্বর মাসে শেষ হবে।