1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"জ্বল নাকি দাবানল" : শামীম আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

“জ্বল নাকি দাবানল” : শামীম আহমেদ

শামীম আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৩৬ বার

আজ চোখ দিয়ে পড়ছে জল,
কিছু জ্বালাময়ী জল!
মন তো বাইরে দিব্যি বেশ,
ভিতরের দাবানলে যে সব শেষ!
কতটা কঠিন,কতটা জ্বালাময়ী এ প্রেম!
আজ চোখ দিয়ে পড়ছে জল,
কিছু জ্বালাময়ী জল!
তার প্রেমের অতল ঠিকই আছে,
ভিতরে দুঃখের ঢল!
পারি তো না বিচ্ছেদের কবিতা লিখতে,
মন থেকে ভালোবেসেছি,
পেরেছি শুধু এটুকুই শিখতে!
স্বার্থকতা আমি বলবো কাকে?
আমি পাইনি তাকে নাকি সে পেয়েছে যাকে!
আমি দেখিনি বেবিলনের ছাই হওয়াকে,
দেখেছি নন্দিনীর প্রেমে নিজেকে নাই হওয়াতে।
আফসোস নেই,
তারই প্রেমে নিজেকে করলাম শেষ,
নেই কোনো দুখ, কষ্ট, জ্বালাতন,
বিদ্বেষ!
প্রেমের যে ভিক্ষুক হতে চেয়েছি,
শেষে কি ভিক্ষার থালা ভরতে পেরেছি?
পারিনি যে ভরতে প্রেমের থালা,
বুকেই থাকে তার জন্য আকাঙ্ক্ষার জ্বালা!
সে কি কোনোদিন বুঝবে এই আমিকে?
হয়তো নাও থাকতে পারি সেদিন,
রেখেই চলে যাবো বহুদূর তুমিকে!
দিও একটু মূল্য,
ভালোবাসা যে ছিলো আরশ তুল্য!

নিউজটি শেয়ার করুন..

One thought on "“জ্বল নাকি দাবানল” : শামীম আহমেদ"

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net