শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী ছিল শুক্রবার। সপ্তমীর দিন সন্ধ্যায় রাউজান পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। রাতে রাউজান পৌর এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করে নগদ অর্থ প্রদান ও বিভিন্ন পূজা মন্ডপের অসমাপ্ত মন্দিরে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,আওয়ামীলীগ নেতা হাসান মোঃ রাসেল,তছলিম উদ্দিন,যুবলীগ নেতা তপন দে,জিয়াউল হক রোকন,আরিফুল হক,ফরহাদ ইসলাম,আবু ছালেক,সবজু দে ভাণু,সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিব প্রমুখ।