পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ
নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারে, বাজার পরিচালনা কমিটির আয়োজনে আজ ২৫ অক্টোবর রবিবার বিকেল চারটায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, আমানুল্লাহ ভূইয়া হিরণ,বদরুজ্জামান ভুইয়া।
বাজার পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, ছাত্র লীগ সভাপতি রফিকুল ইসলাম, স্বপন ভূইয়া ও মিয়ার হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে বাজার সংলগ্ন খাসহাওলা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পুজার একটি মন্ডপ পরিদর্শন করেন।