শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি
রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, রাউজান পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেছের রাউজান প্রেস ক্লাব। ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে ছিটিয়া পাড়াস্থ মরহুমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এসম সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ।