সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
ফ্রান্সে রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মদ (স:)এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শণের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা।
আজ দুপুরে বাদ জুমা শহরের বড় বাজার জামে মসজিদ সহ বিভিন্ন এলাকার মসজিদ থেকে মুসল্লিরা জুমার নামাজ আদায় শেষে বিক্ষোভ মিছিল সহকারে পৌরসভা মোড়ে সমাবেত হয়। সেখান থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশন এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল থেকে বক্তারা ফ্রান্স রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত হেনেছে তার তীব্র নিন্দা জানানো হয়। এজন্যে অতি সত্তর ফ্রান্সকে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহবান জানানো নয়। তা না হলে বাংলাদেশে ফ্রান্স দুতাবাস বন্ধ করে দেয়া সহ ফ্রান্সের তৈরী সকল ধরণের পণ্য বর্জনের ডাক দেয়া হয়।