1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে বখাটে আবদুল আহাদ ওরফে হোরা’র হামলায় লাঞ্ছিত মসজিদের খতিব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্ব শিক্ষক দিবস ঠাকুরগাঁওয়ে স্বামীর অবসর ভাতা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন শিক্ষক নজরুলের স্ত্রী ! গোদাগাড়ীতে জাঁকজমকপূর্ণতায় শিক্ষক দিবস পালন সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ফোরামে মেহরাব আহবায়ক ও নিসাদ সদস্য সচিব ভারত এদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায় : অধ্যাপক হারুনুর রশিদ খান বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে কর্মী সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি ! ফ্যাসীবাদী হাসিনা সরকারের আমলে দেশে কোন নির্বাচন হয়নি- মাগুরায় রুকন সম্মেলনে রফিকুল ইসলাম খান বাংলাভাষা ভারতে ধ্রুপদী স্বীকৃত,  বাংলাদেশেও স্বীকৃতি চাই পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতা বন্ধে ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

লাকসামে বখাটে আবদুল আহাদ ওরফে হোরা’র হামলায় লাঞ্ছিত মসজিদের খতিব

এস এম শাহজালাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ১৪৯ বার

কুমিল্লার লাকসাম পৌরশহরের মসজিদের এক খতিবকে হামলা ও লাঞ্ছিত করেছে স্থানীয় বখাটে আবদুল আহাদ হোরা। ঘটনাটি ঘটেছে (২৫অক্টোবর) রবিবার সন্ধায় পৌরশহরের ৬নং ওয়ার্ড পশ্চিমগাঁও দরগাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায়। হামলা ও লাঞ্ছনার স্বীকার গাজী হায়দার(রাঃ) ও গাজী শাহেদা জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান।

স্থানীয় সুত্রে জানাযায়, ওই মসজিদের খতিব প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে স্থানীয় মৃত দাইয়া মিয়ার ছেলে বখাটে আবদুল আহাদ হোরাকে মসজিদের খতিব মাহমুদুল হাসান সালাম দিলে বখাটে হোরা সালামের জবাব না দিয়ে উল্টো ধর্মীয় বিষয়ে তর্ক বির্তক শুরুর এক পর্যায়ে বখাটে হোরা মসজিদের খতিব মাহমুদুল হাসানকে অশ্লিল ভাবে গাল মন্দ করার পাশা-পাশি তাকে মারদর এবং লাঞ্ছিত করে। খতিবের উপর হামলা দৃশ্য দেখে মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লিরা এগিয়ে আসলে বখাটে আবদুল আহাদ ওরফে হোরা তাৎক্ষনিক পালিয়ে যায়। এ ঘটনার খবর চতুরদিকে ছড়িয়ে পড়লে মুসল্লি ও স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে জড়ো হলে এলাকায় উত্তোজনা সৃষ্টি হয়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রিপোট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মসজিদের খতিব মাওলানা মাহমদুল হাসান বলেন, মসজিদে যাওয়ার পথে স্থানীয় আবদুল আহাদ ওরফে হোরাকে সালাম বিনিময় করলে তার জবাব না দিয়ে সে আমাকে বলে আমি নাকি কোরআন সুন্নাহ বিরোধী আলোচনা করি এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে অযোক্তিক কথাবার্তা বলি। আমি তার কথার জবাব দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চরম ভাবে লাঞ্ছিত করে।
এ ব্যাপারে লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম