1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বামী বিরুদ্ধে নির্যাতনের মামলা, ক্ষেভে ফেইসবুকে ছাড়িয়ে দিয়েছে স্ত্রীর দাম্পত্য ছবি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন এর অর্থের যোগান দাতা জামাতা তারেকের চৌধুরী আওয়ামী লীগ নেতার জামিন চেয়েছেন বিএনপি আইনজীবী শ্রীপুরে ভুল চিকিৎসায় অন্তঃসত্বা নারীর মৃত্যুর অভিযোগ,হাসপাতাল ভাংচুর চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত শেরপুর জেলা হাসপাতালে ইনজেকশন দেয়ার পর রোগী অসুস্থ হওয়ার অভিযোগ অবৈধ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্য চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে সাধারণ মানুষ দিশেহারা ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় জামিন না মঞ্জুর ও রিমান্ড না মঞ্জুর দাদা ভাইয়ের দাদাগীরী কোথায় নেই তিনি! রক্তে লাল তার হাত।

স্বামী বিরুদ্ধে নির্যাতনের মামলা, ক্ষেভে ফেইসবুকে ছাড়িয়ে দিয়েছে স্ত্রীর দাম্পত্য ছবি

জাহাঙ্গীর আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ১৮৮ বার

স্বামীর বিরুদ্ধে থানায় নির্যাতনের মামলা করায় স্ত্রীর দাম্পত্য ছবি এডিট করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে স্বামী ও তার সহযোগিরা। গত ২৮ অক্টোবর রাতে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করেছেন।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বসবাস করা নাজেহাদ ফারজানা (২৭) নামে এ গৃহবধু ঘটনাস্থল রাঙ্গুনিয়া থানায় অভিযোগটি নথিভূক্ত করান। অভিযুক্তরা হলেন- নাজেহাদ ফারজানার স্বামী রাঙ্গুনিয়ার সফরভাটা এলাকার মাওলানা গ্রামের মায়া বর বাড়ির আহমদ মিয়ার পুত্র মোহাম্মদ জালাল উদ্দিন, একই গ্রামের লম্বা মাথার বাড়ির আনোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ সাহেদ, সরফভাটার হাজারি খিলের শাহাজাহান সিকদারের পুত্র মোহাম্মদ মুসলিম।

থানার অভিযোগ সূত্রে জানাগেছে, যৌতুকের দাবিতে স্বামী পরিবারের লোকজন গৃহবধু নাজেহাদ ফারজানা ও তাঁর ৮ বছরের শিশুকে নির্মম নির্যাতন করে। এ ঘটনায় সম্প্রতি রাঙ্গুনিয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১ (৩০) ধারায় স্বামী জালাল উদ্দিনসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বাদি নাজেহাদ ফারজানা জানান, মামলা করার পর থেকেই তাঁর স্বামী মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন।

মামলা তুলে না নেয়ায় তাঁর স্বামী জালাল উদ্দিন ও সাহেদ ইভেন এবং মোহাম্মদ মুসলিম নামের ফেইসবুক একাউন্ট থেকে ফারজানার দাম্পত্য জীবনে তোলা ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে তাদের সহযোগিরা বাজে মন্তব্য করেন। তিনি জানান, বিষয়গুলো উল্লেখ করে গত ২৮ অক্টোবর রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করি।
অভিযোগ নম্বর-১৩৪৩। এদিকে মামলায় অভিযুক্ত সাহেদ ও মুসলিম প্রকাশ্যে এলাকায় ঘুরছে। মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না বলে অভিযোগ করেছে ফারজানার পরিবার। মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, আসামিরা আত্মগোপনে রয়েছেন। গ্রেফতারের চেস্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম