হাটহাজারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরহাদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে, এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হান্নান_তালুকদার ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ইয়াছিন_উদ্দিন।এতে প্রধানঅতিথি হিসেবে উপস্তিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাবেক তুখোড় ছাত্রনেতা কাজী_সাইফুল_ইসলাম_টুটুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি নেতা ও সৌদিয়া আরব রিয়াদ বিএনপির সাংঠনিক সম্পাদক সুমন_মোহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন যুবদল নেতা রাশেদ, ইলিয়াস, মামুন, রোখন,হারুন, ছাত্রনেতা মোঃ_মঈনুল_হাসান_মুন্না ও ওসমান, আলফাজ,রোমান, আজাদ সহ অসংখ্য ছাত্রনেতা, যুবনেতা উপস্থিত ছিলেন। নেত্রবৃন্দরা ছাত্রদলকে গতিশীল করার দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।