1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলা হযরত(রঃ)কে বুজতে মদীনা ওয়ালার জ্ঞান লাগবে-পীরে ত্বরিকত ছৈয়দ মছিহু দৌলাহ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস তিতাসে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে ইটভাটায় নারী শ্রমিকের আত্মহত্যা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাঁওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা কুবি শিক্ষককে ঘুষি মারলেন প্রক্টর; অপসারণ চেয়ে প্ল্যাকার্ড হাতে একক অবস্থান চন্দনাইশে মোবাইল কোটের অভিযানে স্কেভেটর-পিকআপ জব্দ চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তদন্ত কমিটির সদস্যের প্রতি কুবি শিক্ষক সমিতির আপত্তি সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মা

আলা হযরত(রঃ)কে বুজতে মদীনা ওয়ালার জ্ঞান লাগবে—পীরে ত্বরিকত ছৈয়দ মছিহু দৌলাহ

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ১৩১ বার

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মহাসচীব পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা ছৈয়দ মছিহুদৌলাহ (মা.জি.আ)বলেছেন ইমামে আহমদ রেযা খান প্রকাশ আলা হযরত(রঃ)কে বুজতে হলে মদীনা ওয়ালা নবীজী(দঃ)প্রদত্ব জ্ঞান লাগবে।কারণ আলা হযরতের সর্বপ্রকারের জ্ঞানের পরিধী ছিল নবী(দঃ)প্রদত্ব।তিনি বলেন আলা হযরত দর্শনের আহলে সুন্নাত ওয়াল জামাআত কেয়ামত পর্যন্ত টিকিয়ে থাকবে।আল্লামা সৈয়দ মছিহুদৌলাহ (১৬অক্টোবর)শুক্রবার রাতে রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের মরহুম একে এম ফজলুল কবির চৌধুরী হলরুমে হলদিয়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের অভিষেক ও ওরশে আলা-হযরত মাহফিলে প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন।ইউনিয়ন সভাপতি মাওলানা মনসুর উদ্দিন নেজামীর সভাপতিত্বে ও সেক্রেটারী সৈয়দ মাওলানা মুহাম্মদ আলী আকবর তৈয়বী , বাস্তবায়ন কমিটির সচিব মাওলানা নাসির উদ্দিন কাদেরীর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের উত্তর জেলার সেক্রেটারী আলহাজ আল্লামা উপাধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল কাদেরী।উদ্বোধক ছিলেন উপজেলা সেক্রেটারী আল্লামা ইদ্রিছ আনসারী।শফত বাক্য পাঠ করান উপজেলার সাংগঠনিক সম্পাদক আল্লামা গাজী মুহাম্মদ ফোরকান।বক্তব্য রাখেন উপজেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ আল্লামা আবু জাফর সিদ্দিকী, উপাধ্যক্ষ আল্লামা সাইদুল আলম খাকী,আল্লামা ইয়াছিন হোসাইন হায়দরী,আল্লামা রফিক রেজভী,আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, রাজনীতিক আলহাজ্জ মাহবুবুল আলম,মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী,আলহাজ্জ মাওলানা মনসুর রেযভী,মাওলানা নুরুল আবছার রযভী,মাওলানা আয়ুব আলী আনসারী,জাহাঙ্গীর আলম সিকদার, খ.ম.হাসান, সৈয়দ মুহাম্মদ লুৎফুর রহমান,মাওলানা নেজাম তৈয়বী,মাওলানা হাছান রযা কাদেরী।উপস্থিত ছিলেন রাজনীতিক এস এম বাবর,মুহাম্মদ আলী মেম্বার,মাওলানা জাফর আলম নুরী,সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন, গাউছিয়া কমিটির ইউনিয়ন সভাপতি মাষ্টার মোহাম্মদ হোসাইন,আবুল হাসেম কন্ট্রাক্টর,উত্তর জেলা যুবসেনা সেক্রেটারী মুহাম্মদ আলমঙ্গীর, যুবসেনা নেতা নুরুল হায়দার,নুরুল ইসলাম, মাওলানা দিদারুল আলম নুরী,মাওলানা ইকবাল হোসেন,মুহাম্মদ মোরসেদ হোসেন চৌধুরী,মাওলানা দিদারুল আলম কাদেরী,মাওলানা আবদুল মাবুদ,মাষ্টার মুহাম্মদ রফিক,মাওলানা ইলিয়াছ তাহেরী,মাওলানা জিলহাজ্জ উদ্দিন,হাফেজ মাওলানা আবুল কাসেম,হাফেজ মাওলানা আনোয়ার,মাওলানা হাসানুল করিম,মাওলানা জোনায়েদ কাদেরী,মাওলানা জিয়াউল্লাহ প্রমুখ।মিলাদ কিয়াম পরিবেশন শেষে দেশ ও জাতীর অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম