1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে এলাকায় লিফলেট-পোস্টার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
Memperkenalkan Slot Sweet Bonanza: Sensasi Manis dari Dunia Perjudian Online Mengenal Lebih Dalam Permainan Slot 888 Bonanza dan Slot Lainnya ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ আ. লীগ নেতা বললেন, ‘ভোটের ওপর মানুষের বিশ্বাস উঠে গেছে,, সারা দিনে ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার নির্বাচনী সভায় বক্তব্যে – কামরুল হাসান । ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস তিতাসে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে ইটভাটায় নারী শ্রমিকের আত্মহত্যা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাঁওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা

কিশোরগঞ্জে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে এলাকায় লিফলেট-পোস্টার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ১৪২ বার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আইয়ুব আলী (৫৫) হত্যা মামলায় এজাহারনামীয় তিন আসামি মোমিন, হাবিব ও মনির হোসেন পুলিশ রিমান্ডে।

আদালতের আদেশে তাদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) তাদের রিমান্ড শেষ হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিঠামইন থানার এসআই মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শেষে আসামিদের আদালতে পাঠানো হবে।

এসআই মাহবুব আলম আরো জানান, আইয়ুব আলী হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে মিঠামইন থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আসামি মোমিন, হাবিব ও মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ১৫ জুন সকালে পূর্ব শত্রুতার জের ধরে মিঠামইন বাজারের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের রাস্তায় সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রভাবশালী গণি মেম্বার গংরা আইয়ুব আলী গংদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

ঘামলায় আইয়ুব আলী গুরুতর আহত হলে তাকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে ৩ মাস ২০ দিন পর আইয়ুব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হামলার পর মিঠামইন থানায় আইয়ুব আলীর ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তিতে আইয়ুব আলী মারা যাওয়ার পর মামলায় খুনের ধারা যুক্ত হয়।

বাদী আমিনুল ইসলাম জানান, তার পিতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে সমস্ত এলাকায় পোস্টার লাগিয়েছেন এবং লিফলেট বিতরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম