1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিস্থিতি২৪ডটকম’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি  ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কুবি ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ নবীগঞ্জ ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা শিক্ষক ও তার ভাই’ মোবাইল একাউন্টে ঠাকুরগাঁওয়ে হরিপুরে চরম দুর্দিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁশ মালী পরিবারের সদস্যরা ! চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত সুবিধা বঞ্চিত জনগণের পাশে থেকেই ইসমত আরার মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল আবাসিক শিক্ষার্থীরা

পরিস্থিতি২৪ডটকম’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কে এম ইউসুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ১৭৭ বার

ইন্টারনেট প্রযুক্তির উৎকর্ষ সাধনে অনলাইন গণমাধ্যমগুলোর বিকাশের পথ সুগম হয়েছে’ বলে মন্তব্য করেছেন অতিথিরা।

অনলাইন নিউজ পোর্টাল পরিস্থিতি২৪ডটকম’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পণে এবং ভারতীয় উপমহাদেশের কালজয়ী রাজনীতিক, ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা, সমাজসংস্কারক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭০তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

রোববার ২৫ অক্টোবর বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর হোটেল এশিয়ান এস আর এর বাঙ্কুয়েট হলে পরিস্থিতি২৪ডটকম’র সম্পাদক এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সিএইচআরসি’র সভাপতি ইতিহাস-গবেষক সোহেল মো. ফখরুদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- শিক্ষাবিদ ও পরিবেশবিদ লায়ন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন- চসিক স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও গ্লোব শিপিং লাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, এনবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি’র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক-প্রাবন্ধিক নুর মোহাম্মদ রানা।

সভায় আরো উপস্থিত ছিলেন স. ম. জিয়াউর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস কুতুবী, লায়ন মো. আবু সালেহ, শিক্ষাবিদ মুরিদুল আলম, লায়ন ওসমান সরওয়ার, সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন এবং কে এম ইউসুফ।

ব্যবসায়ী ওবাইদুল হক মনি, ইমতিয়াজ ফারুকী, কবি রথিন্দ্রজিৎ হিরু, খোবাইব হামদান, সাংবাদিক মোজাফফর আহমদ, এস এম শাহনেওয়াজ আলী মির্জা, রোটারিয়ান ডা. মনির আজাদ, বেলাল হোসেন উদয়ন, ইউসুফ জালাল, লায়ন বরুণ কুমার আচার্য বলাই, রিদোয়ানুল হক জিদান, রোকন উদ্দিন আহমদ, সমীরন পাল, কালিম শেখ, মোহাম্মদ টিপু, মীর মোহাম্মদ রমজান আলী, উত্তম চক্রবর্তী কাজল, ফারুক আহমদ, মঞ্জুর মোর্শেদ, মোহাম্মদ ওমর ফারুক সুমন, ছাত্রনেতা মহিউদ্দিন, এস এম নুরুল হুদা চৌধুরী, সায়েম উদ্দিন, অ্যাডভোকেট মো. জাফর হায়দার, কে এম আবুল কাশেম, মোহাম্মদ শহিদুল ইসলাম মাসুম, শাহজাদা হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান ইন্টারনেট প্রযুক্তির যুগ। এই যুগে ছাপানো কাগজের চেয়ে অনলাইন পত্রিকাগুলোর চাহিদা শীর্ষে। এই পত্রিকাগুলো তাদের পেশাদার সাংবাদিকদের মাধ্যমে বিশ্বে নানা প্রান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতেও অনলাইন পত্রিকাগুলো বিশদ ভূমিকা রাখছে। শুধুমাত্র ইন্টারনেট প্রযুক্তির উৎকর্ষে এটা সম্ভব হয়েছে। প্রযুক্তির উন্নতির ফলে অনলাইন গণমাধ্যমগুলোর বিকাশের পথ সুগম হয়েছে। যার ফলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আরও গতিশীল ও সহজতর হচ্ছে। সভায় বক্তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদনকৃত অনলাইন পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় এনে সুনির্দিষ্ট নীতিমালায় পরিচালনার দাবি জানান।

মরহুম মনিরুজ্জামান ইসলামাবাদী সম্পর্কে আলোচনায় বক্তারা বলেন- জ্ঞানচর্চার ক্ষেত্রে মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন সংস্কারমুক্ত ও উদারপন্থী। বিজ্ঞানভিত্তিক শিক্ষা পদ্ধতি প্রবর্তনের তিনি ছিলেন প্রধান উদ্যোক্তা। এই বিশ্বাস থেকেই তিনি সমাজসংস্কার ও শিক্ষা বিস্তারে ব্রতী হন। যা তৎকালীন প্রচলিত শিক্ষাব্যবস্থায় সম্ভব ছিল না। প্রচলিত শিক্ষার পাশাপাশি প্রাচীন ও আধুনিক জাতির ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, দর্শন, রসায়ন, পদার্থবিদ্যা, ভূগোল, ধর্মতত্ত্ব একই সাথে কৃষি-ব্যবসায় নীতি প্রভৃতি বিষয় প্রবর্তনের কথা তিনি ভেবেছিলেন।

তিনি নারী শিক্ষাকে গুরুত্বের সাথে দেখেছিলেন। তাই বলা যায় বাংলা ভাষার ইতিহাসে ও জাতীয় জাগরণে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর অবদান অপরিসীম। তিনি তাঁর জীবনকে সমাজসেবা ও দেশসেবায় উৎসর্গ করেছিলেন। সভা শেষ ইসলামাবাদীর আত্মার মাগফেরাত কামনা করে ও করোনায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

শেষে কেক কেটে পরিস্থিতি২৪ডটকম’র ৯ম বর্ষে পদার্পণের শুভ সূচনা করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম