1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বদরগঞ্জে রেললাইনের ধারে লাগানো সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ

বদরগঞ্জে রেললাইনের ধারে লাগানো সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড়

মোস্তাফিজার বাবলু:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫০৭ বার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় রেল লাইনের দু’ধারে লাগানো সামাজিক বনায়ন কর্মসুচির শত শত গাছ কেটে সাবাড় করছেন খোদ উপকারভোগী সদস্যরাই। তবে তারা বলছেন হতাশা থেকেই গাছ কাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বন কর্মকর্তা বলছেন- বিষয়টি জানা নেই।
উল্লেখ্য- প্রায় ২০ বছর আগে আউলিয়াগঞ্জ রেল স্টেশন থেকে বদরগঞ্জ রেল স্টেশন পর্যন্ত সামাজিক বনায়ন কর্মসুচির আওতায় রেললাইনের দু’ধারে গাছ লাগানো হয়। এজন্য এলাকা ভিত্তিক বেশ ক’টি উপকারভোগী দল গঠণ করা হয়। উপকারভোগী দলের সদস্যরা চারাগুলোর পরিচর্যাসহ বাগান দেখভাল করে থাকেন। বর্তমানে গাছগুলো পরিপক্ক হওয়ায় নির্বিচারে গাছ কেটে সাবাড় করছেন খোদ উপকারভোগী দলের সদস্যরাই। সদস্যরা গাছ কেটে ট্রলি বোঝাই করে বিক্রি করছেন বিভিন্ন কাঠ ব্যবসায়ীদের কাছে। গত তিন দিন ধরে প্রকাশ্য দিবালোকে চলছে গাছ কাটার মহোৎসব।
বুধবার(০৭অক্টোবর) দুপুরে সরেজমিনে গেলে আউলিয়াগঞ্জ রেলস্টেশন থেকে ডাঙ্গাপাড়া রেলগেট পর্যন্ত নির্বিচারে গাছ কাটার দৃশ্য। কেউ কেউ গাছের গোড়ায় করাত চালাচ্ছেন, কেউবা রশি টানছেন। আবার কেউ কেউ সেগুলো রেললাইনের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছেন কাঠ বহনকারী ট্রলির কাছে। এসময় কথা হয় গাছ কাটতে ব্যস্ত থাকা হারুন মিয়া, মোশারাফ ও মশিউর নামে তিন ব্যক্তির সাথে। তারা নিজেদের উপকারভোগী সদস্য দাবী করে বলেন, গাছগুলো দীর্ঘদিন ধরে পরিচর্যা করছি। এখন কাটার উপযুক্ত হলেও বনবিভাগের তেমন সাড়া মিলছেনা। একারণে সদস্যরা নিজ উদ্যোগে গাছ কেটে বিক্রি করছেন। গাছ কাটার অনুমতি আছে কিনা এমন প্রশ্ন করা হলে তারা তিনজনই বলেন, হতাশা থেকে গাছ কাটছেন সদস্যরা। এতে কারোরই কোন অনুমতি নেই। তবে উপকারভোগী দলের সভাপতি ফজলুল হক বলেন, রেল কর্মচারীদের ডিস্টার্বের কারণে সদস্যরা গাছ কাটতে বাধ্য হয়েছেন। কারণ তারা প্রতিনিয়ত এলাকায় আসেন আর গাছ কাটতে বলেন। তার দাবী- ভাল গাছ নয়, রেললাইনের উপরে হেলে পড়া গাছগুলো কাটা হচ্ছে।
এবিষয়ে জানতে বনবিভাগের বিট অফিসার মোরশেদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জানা নেই। তবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net