আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
স্থানীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার হার বৃদ্বিকরণ,উচ্চশিক্ষা,পিছিয়ে পড়া, ঝরে পড়া রোধ,ছাত্র -শিক্ষক ও অভিভাবকদের সাথে সমন্বয় সাধন,বাল্য বিবাহ রোধ,নারীর ক্ষমতায়ন,বয়স্ক শিক্ষা,উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি সহ স্থানীয় পর্যায়ে শিক্ষার নানাবিধ বিকাশ উন্নয়ন ও প্রসারে ভূমিকা রাখার প্রয়াসে একটি অরাজনৈতিক, শিক্ষামুলক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “শিক্ষা উন্নয়ন পরিষদ ( চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ীর) পূর্নাঙ্গ কমিটি চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ী ফোরকানিয়া মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আব্দুল কাদের মাষ্টারের সভাপতিত্বে ও অধ্যাপক আহমদ শাহ আলমগীরের সন্ঞ্চালনায় সকলের উপস্থিতি ও সম্মতিতে ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভাপতি জনাব আব্দুল কাদের মাস্টার, সহ সভাপতি ইস্তেকাফ আলম আদিল, সাধারন সম্পাদক অধ্যাপক আহমদ শাহ আলমগীর ,সহ সাধারন সম্পাদক মো নাজিম উদ্দিন মাস্টার,সাংগঠনিক সম্পাদক মো জামাল হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রনি,অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুল কাইয়ুম, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ কাউছার,সাংস্কৃতিক সম্পাদক মো রাফি, দপ্তর সম্পাদক মো ইশান,প্রচার সম্পাদক জোবায়েদ হোসেন ফাহিম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবীর শাহ কোরেশী,সিনিয়র সদস্য মো নুরুল ইসলাম,সিনিয়র সদস্য ইস্তেয়াক হোসেন জিসান, সদস্য মুহাম্মদ শাওন,রিদুয়ানুল ইসলাম রিশাদ,আতাউর রহমান,মো শাফায়েত,মো জয়নুল আবেদীন,মো ফয়সাল।