1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভাকে আধুনিক শহর গড়ার স্বপ্ন -মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী নির্যাতিত সাবেক ছাত্রনেতা পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা “যোগ্য ব্যক্তিদের বেছে নিন”পছন্দমত প্রতিকে ভোট দিন! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান । ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা । সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক এর মতবিনিময় চন্দনাইশে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত-৫ চন্দনাইশ হাশিমপুরে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ জুনুর গণ-সংযোগ ৭২ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কার স্বার্থে চন্দনাইশ বরুমতি খালের উপর ৩ সেতু আছে সংযোগ সড়ক নেই ৬৫ জন নারী কর্মী পেল ৬৭ লক্ষ ২০ হাজার টাকা  চন্দনাইশে এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয় ও সনদ বিতরণ  পশ্চিম সুলতানপুর স্কুলে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত চন্দনাইশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়ক নির্মাণ কাজ বন্ধ করেছেন চেয়ারম্যান

রাউজান পৌরসভাকে আধুনিক শহর গড়ার স্বপ্ন -মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী নির্যাতিত সাবেক ছাত্রনেতা পারভেজ

শাহাদাত হোসেন,রাউজান (চট্টগ্রাম)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৩০ বার

নির্যাতিত সাবেক ছাত্র নেতা মোহাম্মদ জমির উদ্দিন পারভেজের মানবিক পরিচয়।জমির উদ্দিন পারভেজ জন্মগ্রহ করেন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল এলাকায়।তার পিতার নাম মৃত নুরুল হক চৌধুরী।পারভেজ স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িয় পড়েন।১৯৯৩ সালে রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচন হন,এর আগে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।জামাত বিএনপি’র সরকারের শাসন আমলে ১৯৯৭ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান এই নেতা।টানা ১৭ বছর উপজেলা ছাত্রলীগের অর্পিত দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের রাজনৈতিক নেতৃত্ব দেয়ার সময়ে তার উপরে দুই দফায় হামলা চালিয়ে এনডিপির দুর্ধষ সন্ত্রাসীরা গুলি করে হত্যার প্রচেষ্টা চালায়।গুলিবিদ্ধ হয়ে মারাত্বক ভাবে আহত হয়ে দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে ছিল।সেই সময় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদল নেত্রী শেখ হাসিনা তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

এখনো তার কোমড়ে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।সে আঘাতের চিহ্ন নিয়ে রাজনীতি করছেন তিনি।বিএনপি জামাত জোট সরকারের শাসন আমলে হামলা মামলার শিকার হলেও ছাড়েননি রাজনীতি।বঙ্গবন্ধর আর্দশকে বুকে লালন করে নিজেকে প্রতিষ্ঠিত করে হাজারো ছাত্রলীগের নেতাকর্মী গড়ে তোলে বঙ্গবন্ধর আর্দশে।এছাড়াও গত ২০১৮ সালে রাউজান উপজেলা যুবলীগের সভাপতির পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।এরপরবর্তী ২০১৯ সালে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।১৯৯৯ সালে থেকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে একাধিকবার নির্বাচিত হন পারভেজ।তিনি পৌর ৯ নম্বর ওয়ার্ডের একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করে এলাকার চেহারা পাল্টে দিয়েছেন।আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর সহায়তায় তাঁর এলাকায় এসব উন্নয়ন করেন তিনি।রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি মানবতার কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছেন।রাউজান উপজেলা সদর মুন্সিরঘাটায় তাঁর কাছে প্রতিনিয়ত ছুটে আসে সামাজের কিছু মানসিক ভারসাম্য হীন ব্যক্তি,মানসিক প্রতিবন্ধী ও এলাকার অসহায় মানুষেরা।এই সমস্ত অসহায় মানুষ গুলাকে আর্থিক সহায়তা প্রদান করেন নিরবে।এলাকার গরীব মেয়ের বিবাহ,অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার খরচ ও গরীব ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য শিক্ষা সামগ্রীসহ আর্থিক সহায়তা প্রদানও করেন।

বর্তমানে তিনি পৌর ২য় প্যানেল মেয়র দায়িত্ব পালন করছেন।এছাড়াও রাউজান সুরেশ বিদ্যায়তন, রাউজান মহিলা মাদ্রাসা, জঙ্গল রাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বৃক্ষরোপণে ও স্কুল পরিচালনা কমিটির শ্রেষ্ট সভাপতি হিসাবে পর পর তিনবার জাতীয় পদকও পেয়েছেন।এবারের তিনি আসন্ন রাউজান পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।জমির উদ্দিন পারভেজ বলেন,সারাজীবন দলের জন্য ত্যাগস্বীকার করে মানুষের কল্যাণে কাজ করেছি।ছাত্র রাজনীতি করতে গিয়ে নিজের রক্ত দিয়েছি।আমাকে দুই দফায় গুলি করে হত্যার প্রচেষ্টা চালায় এনডিপির ক্যাডাররা।আমি বেঁচে আছি সাধারণ মানুষের দোয়ায়।যতদিন বেচেঁ থাকবো ততদিন সামাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাব।আগামি পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন এবং পৌর নাগরিক বাসীর সহযোগিতা পেলে রাউজান পৌরসভাকে আধুনিক শহরে পরিণত গড়ার স্বপ্ন দেখছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম