1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান প্রেসক্লাবের অভিষেক ও মানবিক সংবর্ধনা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যাত্রীবাহি বাসের ধাক্কায় প্রাণ গেল চুয়েটের দুই শিক্ষার্থীর নবীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সাইফুল জাহান চৌধুরীর মতবিনিময় নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী বোরহান চৌধুরীর নবীগঞ্জ প্রেসক্লাবের মত বিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু তীব্র তাপদাহে রাউজানে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ মাগুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি! ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি নবীনগরে প্রারম্ভিক শিশু বিকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মহাকবি আল্লামা ইকবালের ৮৬তম মৃত্যুবার্ষিকী পালন

রাউজান প্রেসক্লাবের অভিষেক ও মানবিক সংবর্ধনা সম্পন্ন

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১৩৭ বার

রাউজান প্রেসক্লাবের অভিষেক ও মানবিক যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ অক্টোবর বেলা ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন কাজী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সিপ্লাস টিভির চীফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি তৈয়ব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, পৌর মহিলা কাউন্সিলর জেবুন্নেছা খানম, জন্নাতুল ফেরদৌস ডলি, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, এম বেলাল উদ্দিন, মোরশেদ হোসেন চৌধুরী, বিদায়ী সাধারণ সম্পাদক এসএম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।

সভায় নবাগত কমিটিকে শপথনামা পাঠ করান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। করোনাকালীন রাউজানে সর্বোত্তম মানবিক ভূমিকা রাখায় মানবিক যোদ্ধা হিসেবে সাংসদ এবিএম ফজলে চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, নির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ইউনিয়ন পর্যায়ের সর্বাধিক ত্রাণ সহায়তায় পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন, নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার, রাউজান সদর ইউনিয়ানের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া।

এছাড়াও লাশ দাফনের বিশেষ ভূমিকায় “আশার আলো ও গাউসিয়া কমিটির উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাছান এবং মাঠপর্যায়ে বিশেষ ভূমিকায় রাউজান উপজেলা ছাত্রলীগ উত্তর ও দক্ষিণ শাখাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম