শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে রাউজান উপজেলা আ.লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল,মরহুমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।এ ছাড়াও গত সোমবার সকালে মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে সুলতানপুর হাশমত আলী চৌধুরী বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,শাহ আলম চৌধুরী,যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন,আ.লীগ নেতা জানে আলম জনি,আলমগীর আলী,জসিম উদ্দিন চৌধুরী, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, আ.লীগ নেতা হাসান মো.রাসেল,আহসান হাবিব চৌধুরী,পৌর আ.লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী,জসিম উদ্দিন,রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,সাবেক সভাপতি জাহেদুল আলম,সাবেক সভাপতি প্রদীপ শীল,কাউন্সিলর শওকত হাসান,তছলিম উদ্দিন,মুছা আলম খাঁন,আব্দুল লতিফ,আলহাজ্ব নুরুল আমিন,জাবেদ রহিম, উপজেলা যুবলীগ নেতা সারজু মো.নাছের, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন,যুবলীগ নেতা আলমগীর আলী,জিয়াউল হক রোকন, আরিফুল হক,ফরহাদ ইসলাম,আবু ছালেক,সাবের হোসেন,ওয়াহেদ বাবলু,আজাদ খাঁন,উপজেলা ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ,নাছির উদ্দিন,পৌর ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তী,ছাত্র নেতা আরিয়ান কবির ইরফান প্রমুখ।পরে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়াও রাউজান প্রেসক্লাব,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।