মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জয়যাত্রা টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । রবিবার (১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে হোটেল অফবিটে জয়যাত্রা টেলিভিশনের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি সোহাগ মিয়াজীর আয়োজনে র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো: মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: রহমত উল্লাহ্ বাবুল, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজ, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা প্রকৌশলী সুমন তালুকদার, পৌর প্রকৌশলী আব্দুল আলীম, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সদস্য মো: নজির আহমেদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধাৱণ সম্পাদক এ এস এম শাহীন মজুমদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, চৌদ্দগ্রাম থানার ওসি (অপারেশন) ত্রিনাথ সাহা, উপজেলা শ্রমীক লীগের সভাপতি আরছ মজুমদার, সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দীন, চৌদ্দগ্রাম উপজেলা সমবায় সমিতিৱ সভাপতি প্রমোদ চক্রবর্তী প্রমুখ।
এসময় উপজেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন কুমিল্লা সহ চৌদ্দগ্রামের তৃণমূল পর্যায়ে জয়যাত্রা টেলিভিশন বর্তমান সরকারের উন্নয়নকে সঠিকভাবে প্রচার করছে। মহামারী করোনা ভাইরাসের সময় সাংবাদিক সোহাগ মিয়াজীর মাধ্যমে জয়যাত্রা টেলিভিশন ব্যাপক ভূমিকা রেখেছে। আমরা জয়যাত্রা টেলিভিশনেৱ সফলতা কামনা করছি।