গোপালগঞ্জ প্রতিনিধি,
প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাদের গণবদলির প্রতিবাদে গোপালগঞ্জে সংবাদ-সম্মেলন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন, বাংলাদেশ। শনিবার বেলা ১২টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারের ১নং গেটের সম্মুখে এ সংবাদ-সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ-সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস বলেন, মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাগণ অত্র দপ্তরের ৯০% কাজ বাস্তবায়ন করে থাকেন। বর্তমান সরকার তাদেরকে কর্মকর্তা পদবী প্রদান করায় তাদের মধ্যে ব্যাপকহারে কাজের গতি বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনও তারা ২য় শ্রেণির পদমর্যাদাসহ গেজেট প্রাপ্ত হননি। অথচ স্বাধীনতা-বিরোধী কিছু কুচক্রী কর্মকর্তা প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে বাধাগ্রস্থ করতে মহাপরিচালকের মাধ্যমে প্রাণিসম্পদ বিভাগের চালিকাশক্তি উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাদেরকে অমানবিকভাবে গণবদলি শুরু করেছেন। এতে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং হতাশা বিরাজ করছে; যা চলমান উন্নয়নের ধারা ব্যাহত করবে বলে তারা মনে করে। তাই সরকার সমর্থিত পেশাজীবী সংগঠন হিসেবে তারা এধরণের গণবদলির তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং অনতিবিলম্বে এ গণবদলির আদেশ বাতিলের দাবী জানাচ্ছেন।
এসময় বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন, বাংলাদেশ এর সভাপতি গাউজ আলী খান, সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন ও শেফালী রানী মজুমদার, সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ শাহ্্ আলম, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রবীর শংকর দাশ, বাহাউদ্দিন খন্দকার, এস এম সাইফুল মতিন টিপু ও এস এম আবুল বাসার সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে, নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টে নিহত সকলের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। # সাবেত আহমেদ, ০৭.১১.২০২০।