শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধিঃ
‘পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশের দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় দিনটি। মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে থেকে জাতীয় চার নেতা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। সব আন্দোলন-সংগ্রামে এই চার নেতা ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর পাশেই ছিলেন। বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে যখন কারাগারে বন্দি রাখা হয়েছে তখন আ’লীগকে নেতৃত্ব দিয়ে এই চার নেতা আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। তাই হয়তো ঘাতক চক্রের লক্ষ্য ছিল বাঙালিকে নেতৃত্বশূন্য করে বাংলাদেশকে আবার পাকিস্তানের পদানত করে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়া। এ কারণে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুকে পাকিস্তানে আটক করে রাখার পর যে চার নেতা বঙ্গবন্ধুর হয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে আনেন সেই চার নেতাকেও বঙ্গবন্ধুর মতো নিমর্মভাবে হত্যা করা হয়।’ প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন বাঁশখালীর সংসদ আলহাজ্ব মুস্তাফিজুর রহমান চৌধুরী এম’পি।
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় বাঁশখালীতে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যু্বলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সোমবার বিকেলে বাঁশখালী পৌরসভাস্থ গ্রীণপার্ক কনভেনশন হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপির চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকার সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, থানা যুবলীগের সভাপতি বাহারছড়া ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম, কালীপুর ইউপির চেয়ারম্যান এড.আ.ন.ম শাহাদত আলম, শেখেরখীল ইউপির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, বৈলছড়ি ইউপির চেয়ারম্যান কফিল উদ্দীন চৌধুরী, খানখানাবাদ ইউপির চেয়ারম্যান বদরুদ্দীন উদ্দীন চৌধুরী, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর করিম শরীফি, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শামসুল আলম, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাক আলী চৌধুরী টিপু, এড. তোফাইল বিন হোসাইন।
অন্যন্যদের মধ্যে ববক্তব্য রাখেন মানিকুল আলম, বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, মাহমুদুল ইসলাম, উপজেলা ওলামালীগের সভাপতি মাওঃ আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল হক চৌধুরী ফাহিম, ছাত্র নেতা মিজান সিকদার সহ প্রমূখ নেতৃবৃন্দ।