পলাশ (নরসিংদী) , নাসিম আজাদঃ
“মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান” মুল প্রতিপাদ্ধকে সামনে রেখে আজ ১ নভেম্বর রবিবার বেলা ১১ টায় নরসিংদীর পলাশে উপজেলা সন্মেলন কক্ষে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুব উন্নয়ন অফিসার আরিফুর রহমান ও চরসিন্দুর ইউনিয়ন পরিষদ সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
পলাশ উপজেলার প্রশিক্ষন প্রাপ্ত ১৭ জন নারী পুরুষের মধ্যে আজ এ নগদ ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
পলাশ উপজেলায় যুব উন্নয়নে বিশেষ অবদান রাখায় আলমগীর হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।