মোঃ জুয়েল রানা, তিতাসঃ
দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণ এবং শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুরে প্রতিষ্ঠিত “ইয়াং ফ্রেন্ডস ক্লাব”। এরই ধারাবাহিকতায় তিতাস উপজেলার গাজীপুর গ্রামের আঃ মতিন মিয়ার মেয়ের বিয়েতে সোমবারে নগদ ১০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করলো সংগঠনটি।
অর্থ প্রদান কালে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উক্ত সংগঠনের উপদেষ্টা ইকবাল হোসেন, উপদেষ্টা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রুবেল আহমেদ খান রাজ, সভাপতি মোঃজুয়েল খান, প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিঃএম আই টিপু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য রাসেদ জামান, ডাঃহেলাল উদ্দিন, আলামিন হক বাবু, পারভেজ খান,আরিয়ান পারভেজ, আরমান,সাকিব,ইয়াসিন প্রমুখ।
এ প্রসঙ্গে সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছি আমরা। এছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত-মানবতার সেবায় নানান কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছি। এবং করোনা মহামারীরতে ও মানষের সুরক্ষায় মাস্ক সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।