1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা : ঘাতক ভাই-বোন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ফখরুলের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের বৈঠক ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’ শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের এনটিআরসিএ ঘেরাও

নবীগঞ্জে শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা : ঘাতক ভাই-বোন গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম।। সহপাঠী শিশুর সাথে দুষ্টুমি করার কারণেই জীবন দিতে হলো আমীর হামজাকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২০৯ বার

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে আমীর হামজা (৩) নামের শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যাকান্ডের ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য৷ এঘটনায় গ্রেফতারকৃত জুনাইদের স্বীকারোক্তি মোতাবেক জুনাইদের বড় বোন স্বামী পরিত্যক্তা রোজি বেগম (২৩)কেও অভিযান চালিয়ে গত রাতেই গ্রেফতার করেছে থানা পুলিশ৷ ৷ পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার দাউদপুর গ্রামের অসহায় কৃষক আব্দুর রশিদের ১মেয়ে ও ১ছেলে ছিলো,তার বড় মেয়ে বয়স অনুমান ৭ বছর,১টি ফুটফুটে শিশু পুত্র আমীর হামজা বয়স অনুমান সাড়ে তিন বছর,শিশুটি খুবই মায়াবী হাসিতে ও প্রাণচাঞ্চল্য অবস্থায় থাকতো,তার প্রতিবেশি ও কৃষক পিতা আব্দুর রশিদের চাচাতো ভাইয়ের মেয়ে স্বামী পরিত্যক্তা রুজি বেগমের আরেকটি মেয়ে সাড়ে তিন বছর বয়সী রয়েছে৷ পুলিশের হাতে ধৃত রোজী স্বীকার করেন,তার মেয়েকে প্রায়ই মারধোর করতো শিশু আমীর হামজা৷ এ কারনেই তিনি অতিষ্ঠ হয়ে তার ভাই জুনায়েদকে সাথে নিয়ে আমীর হামজাকে তাদের গূহে ডেকে এনে শাসরূদ্ধ করে নির্মমভাবে হত্যা করেছেন৷ এ ঘটনায় নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নেতৃত্বে পৃথক স্থানে অভিযান চালিয়ে রোজীকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে হবিগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়৷ উল্লেখ্যঃ ২ অক্টোবর সোমবার সন্ধ্যা অনুমান সাড়ে ৬টার টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে সোমবার সন্ধ্যার পূর্বে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের আব্দুর রশীদের একমাত্র পুত্র সন্তান শিশু আমীর হামজাকে ডেকে নেয় হামজার চাচাতো ভাই আকলিছ মিয়ার পুত্র জুনাইদ মিয়া (১৮)। হামজাকে জুনাইদ ডেকে নেয়ার পর থেকে হামজার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
রাত অনুমান ৯টার দিকে পরিবারের সদস্যরা হামজার চাচাতো ভাই জুনাইদ মিয়ার সিএনজি গাড়ির গেরেজ থেকে মুখে কসটেপ পেছানো অবস্থায় আমীর হামজাকে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে নিকটবর্তী আউশকান্দিতে একটি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান,সেকেন্ড অফিসার এস আই সমীরণ চন্দ্র দাশসহকারে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
এদিকে সন্ধ্যায় হামজাকে ডেকে নেয়া তার চাচাতো ভাই জুনাইদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন জুনাইদকে তাৎক্ষণিক আটক করে পুলিশের সোপর্দ করেন,পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনার মুল নায়ক তার বোন স্বামী পরিত্যক্তা রোজিকে ধরতে মাটে নামে পুলিশ৷ পুলিশের উপস্থিতি টেরপেয়েই গা ডাকা দেয় সে৷ অবশেষে রাতেই অভিযান চালিয়ে কুর্শি ইউনিয়নে তার মামার বাড়ী থেকে রোজিকে গ্রেফতার করা হয়৷

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, ধৃত আসামী রোজি স্বীকার করেছে সে এবং তার ভাই জুনায়েদ মিলেই এই শিশুটিকে শাসরূদ্ধ করে নির্মমভাবে হত্যা করেছে৷ এই শিশু হত্যার ঘটনায় তার মা-বাবা শিশুটির শোকে বার মূর্ছা যান৷ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
নিহত শিশুর পিতা বাদী হয়ে রাতেই একটি হত্যা মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net