কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম প্রতিনিধি :
জীব বৈচিত্রের জন্য ক্ষতিকারক ও সরকারীভাবে নিষিদ্ধ পিরানহা মাছ বাজার থেকে জব্দ করেছে হাটহাজারী ইউএনও এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি গিয়ে এগুলো কি মাছ জানতে চাইলে দোকানি জানান- এই মাছের নাম লাল চান্দা (লাল রুপচাঁদা) মাছ!
দাম হাঁকে ৮০ টাকা কেজি।
রুপচাঁদা মাছের এত কম দাম! ভাবতেই জানাগেলো এগুলো
আসল নাম পিরানহা।
বাংলাদেশের জলজ পরিবেশের সঙ্গে পিরানহা মাছ সংগতিপূর্ণ নয়। এগুলো রাক্ষুসে স্বভাবের। অন্য মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে। দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈচিত্র্যের জন্য এগুলো হুমকিস্বরূপ বিধায় মৎস্য অধিদপ্তর পিরানহা মাছের পোনা উৎপাদন, চাষ, উৎপাদন, বংশ বৃদ্ধিকরণ, বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।
২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানান ইউএনও রুহুল আমিন।