মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
রাজধানীর ডেমরায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা কিন্ডারগার্টেন স্কুলের সমস্যায় পড়া ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সমাধান বিষয়ক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কলার্স চিলড্রেন অ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার সকালে হাজীনগরস্থ মেট্রোপলিটন ক্রিয়েটিভ কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওই অ্যাসোসিয়শনের চেয়ারম্যান আরিফুর রহমান সুমন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই সংগঠনের উপদেষ্টা এস এম আবু তাহের মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী বেসরকারী কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সভাপতি এম.এ. ছিদ্দিক মিয়া ও সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান, মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ মিয়াজী ও ওই কলেজের পরিচালক আখলাকুর রহমান দিপুসহ মো. লোকমান হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, করোনাকালীন সরকারের কাছ থেকে কিন্ডার গার্টেন স্কুলগুলো কোন প্রকার সহায়তা পায়নি। বর্তমানে স্কুলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সারা বাংলাদেশে প্রায় ৭০ হাজার কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেলে কয়েক কোটি ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে যাবে। এতে পরবর্তীতে সরকারের পক্ষে এত ছাত্র-ছাত্রীর শিক্ষা কার্যক্রম চলমান রাখা সম্ভব হবে না। এছাড়া কয়েক লক্ষ শিক্ষিত লোক বেকার হয়ে যাবে। এমতবস্থায় দেশে অনৈতিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। পাশাপাশি এদের সাথে জড়িত কয়েক লক্ষ পরিবার অনাহারে অর্ধাহারে দিন কাটাবে। আর এ বিষয়ে সঠিক সমাধানের জন্য মানবতার মা প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষ আবেদন জানিয়েছেন সংশ্লিষ্টরা।