কে এম ইউসুফ :
নগরী চাই আবর্জনা মুক্ত খাল চাই’ স্লোগানে চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়া ইসহাকের পুল এলাকার ঐতিহ্যবাহী বির্জাখাল থেকে বর্জ্য অপসারণের মধ্য দিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
এসময় তিনি বলেন- ব্রীজের নিচে ওয়াসার পাইপ লাইনের কারণে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আগামী দু’একদিনের মধ্যে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের সাথে কথা বলে পাইপ লাইন অপসারণ অথবা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে’ বসতবাড়ির আবর্জনা খালে ফেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ বলে হুশিয়ারী দেন তিনি।
প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাশেম ,অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।