মোঃ লাভলু, শেখ স্টাফ রিপোটার
লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলা জুয়েলের পরিবারকে অার্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসন।
রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিহতের পরিবারের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আবু জাফর।
জানা গেছে, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী জামে মসজিদে কোরআন অবমাননার দায়ে জুয়েল ও তার সঙ্গী একই এলাকার সুলতান রুবায়াত সুমনকে গনপিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে আটকিয়ে রাখেন স্থানীয়রা। পরে সন্ধ্যায় ইউপি ভবন ভেঙ্গে প্রশাসনের উপস্থিতিতে জুয়েলকে পিটিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে ছাই করে স্থানীয়রা। ওই দিন রাত সাড়ে ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় পুলিশ। এতে স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তসহ ১০পুলিশ সদস্য আহত হন। পুলিশ জুয়েলের সঙ্গী রুবায়াত সুমনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রোববার দুপুরে ২০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এ সময় নিহত জুয়েলের বড় ভাই আবু ইউসুব মোঃ তওহিদুন্নবীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহত জুয়েলের মেয়ে জেবা তাসনিয়া সাংবাদিকদের বলেন, যারা আমাকে এতিম করেছে, পিতাহারা করে তাদের কঠোর শাস্তি চাই। শুধু অনুদান নয়, বাবার হত্যাকারীদের বিচার চাইতেই এসেছি।
নিহত জুয়েলের বড় ভাই আবু ইউসুব মোঃ তওহিদুন্নবী সাংবাদিকদের বলেন, প্রশাসনের তৎপরতায় আমাদের বিশ্বাস ন্যায় বিচার পাবো। ন্যায় বিচারের অপেক্ষা রয়েছি। তবে দ্রুত বিচার কার্য শেষ করতে কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।