মোঃ জাহিদ হোসেন
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি এলাকায় ধরলা নদী সাতরিয়ে পাড় হতে গিয়ে সুজন (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।
নিখোঁজ সুজন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের বাসীন্দা। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে
সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিবেরকুটি এলাকায় ধরলা নদী সাতরিয়ে পাড় হতে গিয়ে সে নিখোঁজ হয়।
জানা যায়, তিনজন মিলে এক সঙ্গে ধরলা নদী সাতরিয়ে পাড় হতে গিয়ে সুজন নিখোঁজ হয়। আর জীবিতরা হলেন- মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের বাসু ও মধুসূদন মধু।
পরে ধরলা নদীতে ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আগত ডুবুড়ি দল এসে কয়েক ঘন্টা ব্যাপী খোঁজা খুঁজির পরও সুজনের কোন সন্ধান পায়নি।
গত শনিবার (৩১ অক্টোবর) কুড়িগ্রাম জেলার আরডিআরএস বাজার ধরলা নদী থেকে ২ দিন পর সুজনের লাশ পাওয়া ষায়।
এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত ওই যুবক সুজন নিখোঁজ ছিল।
অবশেষে শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতায় সুজনের মরদেহ শবদাহ করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।