হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে শনিবার সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন নকলা উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। উপজেলা নিবার্হী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহ বোরহান উদ্দিন । আরোও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,নকলা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আম্বিয়া খাতুন, ইউএইচও ডাঃ গোলাম মোস্তফা সমবায় কর্মকর্তা বাহাউদ্দিন । এসময় নকলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন , নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সহসভাপতি শফিউজ্জামান রানা ও প্রচার সম্পাদক শাহাজাদা স্বপন প্রমুখ।