শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মহানবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র প্রদর্শণ করার প্রতিবাদে কোলাপাড়া ইউনিয়নের সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপর ২টায় জুম্মা নামাজের পরে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের শত শত ধর্মপ্রাণ মুসল্লী বিক্ষোভ মিসিলে অংশ গ্রহণ করেন।
মিছিলটি জমিয়া মাদানিয়া কোলাপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হয়রত মাওলানা মুফতী আশরফ আলীর নেত্রীত্বে কোলাপাড়া বাজার থেকে বের হয়ে তিন দোকানে প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য পেশ করেন উত্তরপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশাহিদ সাহেব, জামিয়া মাদানিয়া কলাপাড়া শায়খুল হাদীস মাওলানা এহসানুল হক সাহেব, হযরত মাওলানা ফারুক হোসাইন ,মাও জুনায়েদ, হযরত মাওলানা আব্দুল খালেক, হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ ,হযরত মাওলানা ইমাম হোসাইন, হযরত মাওলানা ইব্রাহিম হাসান ,হযরত মাওলানা আজমল হুসাইন হযরত মাওলানা আশরাফ আলী চাঁদপুরী সহ ওলামায়ে কেরাম ওতাওহীদি জনতা।