আব্দুর রকিব,শ্রীনগর প্রতিনিধি:
শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন যুবলীগের নামে মাত্র
কমিটি থাকলেও দীর্ঘ ১০ বছরেও উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কোনও ওয়ার্ড
কমিটি গঠন করতে পারেনি। এতে করে ইউনিয়ন যুবলীগ রাজনীতির মাঠে ঝিমিয়ে পরেছে।
বাঘড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সরকারি চাকুরী জীবী পোষ্ট মাস্টার নূরুল ইসলাম তার
পেশাগত কর্ম নিয়েই ব্যস্ত থাকেন। অপরদিকে সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান রাজা গত
উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিপক্ষে অবস্থান নিলে দলীয় নেতাকর্মীদের সাথে
বিরোধের সৃষ্টি হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ইউনিয়ন যুবলীগের পদধারী কোনও নেতা
নেই মাঠে। সঠিক নের্তৃত্বে অভাবে দীর্ঘদিনে বাঘড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দলীয়
কর্মসূচিও করতে দেখা যায়নি। এর পরেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সম্মেলণকে
কেন্দ্র করে বাঘড়ায় যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পদবী ধরে রাখতে বিভিন্ন মহলে
চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন তারা। এমনটাই জানান স্থানীয় নেতাকর্মীরা।
খোঁজ খবর নিয়ে জানা যায়, এরই মধ্যে উপজেলা যুবলীগের নির্দেশ অনুযায়ী উপজেলার ষোলঘর,
বীরতারা ও শ্রীনগর সদর ইউনিয়ন যুবলীগের অনুষ্ঠিত সম্মেলণে উক্ত ইউনিয়নের কমিটি বিলুপ্ত
ঘোষনার পাশাপাশি নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের আবেদনপত্র জমা
দিতে আহবান করা হয়েছে। এসব পদ লাভের আশায় প্রার্থীরা লবিং করছেন। দেখা গেছে, এরই
ধারাবাহিকতায় বাঘড়া ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান রাজা
নিজেকে পুনরায় শহর সেক্রেটারি প্যাক পুনরায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষনা করে প্রচার প্রচারনা চালাচ্ছেন। স্থানীয় নেতা কর্মীরা
নৌকার বিপক্ষে অবস্থানকারীর এমন প্রচার প্রচারনায় ক্ষোভ প্রকাশ করছেন।
বাঘড়া যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান রাজার কাছে এবিষয়ে জানতে
যোগাযোগের চেষ্টা করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। সভাপতি নূরুল ইসলাম মাস্টারের
কাছে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট অফিসকে জানিয়েই তিনি দীর্ঘ ১০ বছর যাবত
যুবলীগের এই পদে আছেন। ইউনিয়নের ওয়ার্ড কমিটি না থাকার সত্যতা স্বীকার করে তিনি
বলেন, কাজ নিয়েই ব্যস্ত থাকি।
এব্যাপারে শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন জানান, বিভিন্ন ইউনিয়ন
যুবলীগের সম্মেলণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকী ইউনিয়ন গুলোতেও সম্মেলণ হবে। সভাপতি ও
সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের সিভি দিতে বলা হয়েছে। বাঘড়া ইউনিয়ন যুবলীগের
সভাপতি সরকারি কর্মচারী হওয়া সর্ত্বেও তিনি সভাপতির দায়িত্বে আছেন এমন প্রশ্নের
জবাবে তিনি বলেন, সাংগঠনিক কোনও বাঁধা নেই, তবে এটা তার অফিসের বিষয়। যুবলীগের
এসব ভাইটাল পদে নৌকার বিপক্ষে অবস্থাকারী পদপ্রত্যাশীদের বিষয়ে তিনি জানান, যাচাই
বাছাই করা হবে। এছাড়া সুনিদিষ্ট এমন প্রমান পাওয়া গেলে উধ্বর্তন নেতারা অবশ্যই ব্যবস্থা
নেবেন।