সফিকুল ইসলাম রিপন, নরসিংদী:
কুমিল্লা সহ সাড়া দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন অহিভূষণ চক্রবর্তী সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাবু রঞ্জন কুমার সাহা সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাবু বিজয় গোস্বামী সহ-সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাবু অনিল ঘোষ আহবায়ক নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটি, বাবু সুব্রত দাস সদস্য সচিব নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটি, বাবু কৃষ্ণকান্ত সাহা সহ-সাধারণ সম্পাদক, বাবু প্রনয় সাহা জেলা পূজা উদযাপন কমিটির সদস্য, বাবু মলয় কুমার বর্মন নরসিংদী ডায়াবেটিক সমিতির পরিচালক, বাবু গৌতম নাগ, বাবু অজয় কুমার সাহা সভাপতি হিন্দু মহাজোট, বাবু উত্তম মোদক সভাপতির নরসিংদী শহর পূজা উদযাপন কমিটি, বাবু শ্যামল কুমার সাহা সাবেক সভাপতি নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটি।
এতে আরো উপস্হিত ছিলেন পুরোহিত কল্যাণ পরিষদের সদর থানার সাধারণ সম্পাদক বাবু রিপন চক্রবর্তী।
জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সুবল চক্রবর্তী।
সদর থানার পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি সুমন চক্রবর্তী। সহ আরো অনেকে।
উক্ত মানববন্ধনে নেতারা কুমিল্লা জেলার মুরাদনগর থানার কোরবানপুর এলাকার হিন্দুবাড়ী ভাংচুর, মন্দির ভাংচুর এবং মন্দিরে আগুন দেয়ার ও বিভিন্ন সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার মিথ্যা অজুহাত তুলে কুমিল্লার মুরাদনগর, দিনাজপুরের পার্বতীপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা এবং একই অজুহাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্র- ছাত্রীদেরকে বহিষ্কারের প্রতিবাদে আজঘটনার তীব্র নিন্দা জানান। এবং মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আসামীদের গ্রেফতার করে শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্তদের স্বস্ব বাড়িতে ক্ষতিপূরণ প্রদান করার জন্য জোর দাবী জানানো হয়।