অশোক দাশ, সীতাকুণ্ড:
‘বঙ্গবন্ধর দর্শন,সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বর (শনিবার) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা এম এ শহীদ ভূঁইয়া, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মানস নন্দী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মনসুর আহমেদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল খায়ের।
আলোচনা সভায় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন,ইউনাইটেড ফ্রেন্ডস ফাউন্ডেশনের অর্থ সম্পাদক অমর কুমার শীল, এডভোকেট লায়ন সরওয়ার লাভলুসহ প্রমুখ।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা সমবায়ীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের জন্য প্রয়োজনীয় প্রনোদনার ব্যবস্থা করার জন্য সরকারের নিকট দাবি জানান।