কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম :
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ প্রতিপাদ্যে চট্টগ্রামের হাটহাজারীতে বর্নাঢ্যভাবে পালন করা হয়েছে ৪৯ তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (৭নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান সূচী আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি সুলতান আহমদ চৌধুরী এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।