মোঃ সাইফুল্লাহ ;
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মোকাবেলায় আরো জনসচেতনা বৃদ্ধির লক্ষে মাগুরার শালিখা প্রেসক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণের ব্যপক কর্মসূচি গ্রহন করেছে। মাস্ক বিতরণ কর্মসূচির প্রথম দিন ২৯ নভেম্বর ২০২০ রবিবার বিকেলে উপজেলা সদরের যশোর– মাগুরা মহাসড়কের আড়পাড়া বাজারে জনসাধারণ ও পথচারীদের মাঝে ৩০০ পিচ মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী,সাধারণ সম্পাদক মোঃ তুহিন ইসলাম, সহসভাপতি শহিদুজ্জামান চাঁদ, সহ সাধারণ সম্পাদক মোঃ কারুল মোল্যা,সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বাবুল মোস্তফা, প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য মোঃ মনিরুজ্জামান, আবু হুরাইয়া। মাস্ক বিরণে সার্বিক ভাবে সহযোগিতা করেন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জাবেরুল ইসলাম সাগর।