মােঃ সাইফুল্লাহ;
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি উপস্থিতিতে মাগুরায় বাংলাদেশ কৃষকলীগ মাগুরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । ২৮ নভেম্বর শনিবার বেলা ১১ টায় স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।
সভায় কেন্দ্রীয় বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক ও জেলা কৃষকলীগের সভাপতি মিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপুর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফ আশরাফ আলী,সহ-সভাপতি মাকসুদুর রহমান,যুগ্ম-সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ বিটু,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পান্নু,মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ,জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল,সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।
সভায় জেলা কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য আহবান জানানো হয় । তাছাড়া উপজেলা পর্যায়ে কৃষকলীগের কমিটিগুলো আগামীদিন কিভাবে কাজ করবে তার সার্বিক দিক নির্দেশনা দেওয়া হয় ।