সাবেত আহমেদ: গোপালগঞ্জ
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসযাত্রীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার দুপুর ১২টার দিকে ওই সড়কের মালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২) ও নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যান-চালক আকামুদ্দিন মোল্লা (৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী ভ্যান বাঁচাতে গিয়ে নাজিরপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-২৭৬০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশর্^বর্তী ব্রীজের নিচে খালের উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত ও আরও অন্তত ২০ জন আহত হন। পরে ফায়ার-সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পর সেখানে আরও দু’জনের মৃত্যু ঘটে। মৃতের সংখ্যা বাড়তে পারে। # ২৮.১১.২০২০।