চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নেতা মো. সোহেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সোহেল চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের রফিক উদ্দিন প্রকাশ রকিমের ছেলে ও পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিল বলে জানা যায়। শনিবার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে প্রকাশ, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া থানা পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করেনি বলে জানা গেছে।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, জমির বিরোধ নিয়ে দুইটি পক্ষের সংঘর্ষ হয়েছে শুনেছি। উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় সোহেল নামের এক যুবক নিহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।