শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় রবি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান, হাইব্রিট গম, ভুট্টা, সরিষা, পিয়াঁজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার (২৯নভেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা প্রশাসনের মোহনা মিলনায়তনে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসব বিতরণ করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে ও কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো. কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চকরিয়া উপজেরা পরিষদের ভাইস চেয়ারম্যান মকসুদুল হক, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাজমুল হোসেন।
সভা শেষে বিনামূল্যে ৬শত জন কৃষককে বড় হাইব্রিট ধান, ১ শত ১০ জন কৃষককে ভুট্টা, ১শত জন কৃষককে সরিষা, ৫০জন কৃষককে গম ও ৩০জন কৃষককে পিয়াঁজসহ মোট ৮৯০জন কৃষককে বিতরণ করা হয়।